পৃথিবীর সবথেকে খারাপ কিছু পাসওয়ার্ড, এর মধ্যে আপনার পাসওয়ার্ড নেই তো?

By GizBot Bureau
|

পাসওয়ার্ড রাখার কৌশল সকলে ঠিক জানেন না। এমনটাই জানাচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ড্যাশলেন। ৬ কোটিরও বেশি পাসওয়ার্ডে খুবই সাধারন ভুল ধরেছেন তারা। খুব সাধারন কি বোর্ড প্যাটার্ন বা নাম ও সধারন কোন শব্দ দিয়েই পাসওয়ার্ড রাখতে ভালোবাসের বেশিরভাগ মানুষ।

পৃথিবীর সবথেকে খারাপ কিছু পাসওয়ার্ড,  এর মধ্যে আপনার পাসওয়ার্ড নেই তো?

একজন সাধারন মানুষের গড়ে ১৫০ টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হয়। আর মানুষের পক্ষে এতগুল কঠিন পাসওয়ার্ড মনে রাখা সম্ভব না। আর তাই সহজ পাসওয়ার্ড রাখার দিকেই ঝোঁকেন সবাই।

ইতিমধ্যেই এই নিয়ে গবেষণা শুরু করেছেন ভার্জিনিয়া টেকের কম্পিউটার সাইন্সের অধ্যাপক ডঃ গ্যান ওয়াং। আর তিনি এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন এই অভ্যাস খুবই ভয়ঙ্কর। এর মাধ্যমেই হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে ফেলছে সাধারন মানুষের অ্যাকাউন্ট।

এই গবেষনায় জানা গিয়েছে প্রধানত চার ধরনের পাসওয়ার্ড হয়। জনপ্রিয় ব্র্যান্ড, মুবি ও মিউজিকের নাম, ভালোবাসা ও ঘৃনা ও চ্যাম্পিয়ান্স লিগ টিমের নাম। এই গবেষনায় আরও জানা গিয়েছে কি বোর্ডে পরপর কি ব্যাবহার করে পাসওয়ার্ড ব্যাবহারের অভ্যাস আছে অনেকেরই। এই ধরনের পাসওয়ার্ডকে বলা হয় পাসওয়ার্ড ওয়াক। আর এই পাসওয়ার্ড কখনই সুরক্ষিত হয় না। হ্যাকাররা মানুষের মন বুঝে এই সুযোগে সহজেই হ্যাক করে ফেলে আপনার অ্যাকাউন্ট।

এছারাও বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। এছাড়াও খুব জনপ্রিয় কিছু পাসওয়ার্ড হল 1q2w3e4r, 1qaz2wsx, 1qazxsw2, zaq12wsx, !qaz2wsx and 1qaz@wsx। এই পাসওয়ার্ডগুলি হ্যাক করা খুবই সহজ। কারন শুধু মাত্র বুদ্ধি খাটিয়েই এই পাসওয়ার্ডগুলি খুঁজে পাওয়া যায়। ব্রান্ড ব্যাবহারকারীদের সবথেকে বেশি ব্যাবহার হওয়া ১০নটি পাসওয়ার্ড হল myspace, mustang, linkedin, ferrari, playboy, mercedes, cocacola, snickers এবং corvette। মিউজিক ও মুভি লাভারদের সবথেকে বেশি ব্যাবহার হওয়া ১০নটি পাসওয়ার্ড হল superman, pokemon, slipknot, starwars, metallica, nirvana, blink182, spiderman, greenday এবং rockstar।

পাসওয়ার্ডের জন্য গবেষকরা কিছু উপদেশ দিয়েছেন

প্রত্যেক অয়াকাউন্টে আলাদা পাসওয়ার্ড রাখুন।

অন্তত আট টি অক্ষরে পাসওয়ার্ড রাখুন।

নম্বর ক্যারেকটার ও স্পেশাল ক্যারেকটার দিয়ে পাসওয়ার্ড তৈরী করুন।

নাম ও ভুম ব্যাবহৃত শব্দ পাসওয়ার্ডে ব্যাবহার না করার চেষ্টা করুন।

HTC-র নতুন দুটি বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশান, আজ থেকে শুরু প্রি বুকিংHTC-র নতুন দুটি বাজেট ফোনের দাম ও স্পেসিফিকেশান, আজ থেকে শুরু প্রি বুকিং

Best Mobiles in India

Read more about:
English summary
IF you’re trying to change your password or have forgot your login details then here are the worst practices you need to avoid.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X