প্রতারকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পেটিএম

By Gizbot Bureau
|

ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়ার সঙ্গেই প্রতারকদের বাড় বাড়ন্ত শুরু হয়েছে। সম্প্রতি ৩,৫০০ অনলাইন ফ্রডের বিরূদ্ধে এফআইআর লঞ্চ করেছে পেটিএম। এছাড়াও এই সব অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতারকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পেটিএম

অক্টোবর মাসে ভারতের এক জনুপ্রিয় দৈনিকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল পেটিএম সহ সব ডিজিটাল পেমেন্ট কোম্পানি অনলাইন প্রতারণা রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে তথ্য শেয়ার করবে কোম্পানিগুলি।

নিয়মিত নতুন উপায় খুঁজে নিয়েছে প্রতারকরা। সম্প্রতি সদ্য লঞ্চ হওয়া ফাস্ট্যাগ ব্যবহার করে জাল পেতেছেন প্রতারকরা। ফাস্ট্যাগ চালু করে দেওয়ার অজুহাত দিয়ে ব্যাঙ্গ অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি এই ভাবে বেঙ্গালুরুর এক ব্যক্তি ৫০,০০০ টাকা খুইয়েছেন। অ্যাক্সিস ব্যাঙ্ক দপ্তরের নামে ভুয়ো ফোনে ফাস্ট্যাগ অ্যাকটিভেট করার জন্য একটি অনলাইন ফর্ম ভরতে বলা হয়।

ফোনে কথোপকথন শেষ হলে গ্রাহকের ফোনে একটি অনলাইন ফর্ম পৌঁছয়। প্রতারকদের পাঠানো 'অ্যাক্সিস ব্যাঙ্ক ফাস্ট্যাগ ফর্ম’-এ গ্রাহকের সব তথ্য জানাতে বলা হয়। প্রতারকরা চালাকি করে গ্রাহকের কাছ থেকে ইউপিআই পিন হাতিয়ে নিতে সফল হয়। ফর্মে রেজিস্ট্রার্ড নাম, মোবাইল নম্বর, ইউপিআই পিন জানতে চাওয়া হয়। এর পরে প্রতারকরা গ্রাহকের কাছে ওটিপি জানতে চান। প্রতারকদের হাতে ওপিটি ও ইউপিআই পিন তুলে দেন সেই গ্রাহক।

এছাড়াও গুগল পের ব্যবহার করে প্রতারণার খবর সামনে এসেছে। সম্প্রতি মহারাষ্ট্রের থানে শহরের এক ব্যক্তি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে ১ লক্ষ টাকা প্রতারণার সম্মুখীন হয়েছিলেন। ঐ ব্যক্তি অনলাইনে আসবাব বিক্রির জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। ক্রেতা হিসবে ফোন করে গুগল পে ও পেটিএম ব্যবহার করে পেমেন্ট করার প্রতিশ্রুতি দেয় এক প্রতারক। যদিও ঐ প্রতারক টাকা না পাঠিয়ে গুগল পে ব্যবহার করে কাছে টাকা চেয়ে পাঠান। এর পরে পিন দিতে বলা হয়। এর ফলে ১ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেয় এক প্রতারক।

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm Against Fraud: 3,500 Numbers Sent To TRAI

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X