এবার ক্রেডিট কার্ড নিয়ে এল পেটিএম

By Gizbot Bureau
|

সিটি ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে কোম্পানির প্রথম ক্রেডিট কার্ড নিয়ে এল ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম। পেটিএম জানিয়েছে এটাই ভারতের প্রথম ক্রেডিট কার্ড যেখানে আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক এর সাথেই এই ক্রেডিট কার্ডে সহজ ইএমআই ও এক্সক্লিউসিভ অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।

এবার ক্রেডিট কার্ড নিয়ে এল পেটিএম

পেটিএম ফার্স্ট ক্রেডিট কার্ডে সব ধরনের কেনাকাটায় ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। যে কোন কেনাকাটায় এই ক্যাশব্যাক দেবে কোম্পানি। এছাড়াও এটাই ভারতের প্রথম ক্রেডিট কার্ড যেখানে আনলিমিটেড ক্রেডিট পয়েন্ট পাওয়া যাবে। পেটিএম অ্যাপ থেকে এই ক্রেডিট কার্ডের আবেদন জানাতে পারবেন গ্রাহকরা।

এক বিবৃতিতে সাংবাদিকদের পেটিএম জানিয়েছে, ক্রেডিট কার্ড পাওয়ার পরে প্রথম চার মাস অন্তত ১০,০০০ টাকা কেনাকাটায় ১০,০০০ টাকার প্রোমো কোড দেবে কোম্পানি।

এছাড়াও কনট্যাক্টলেস পেমেন্টের সুবিধা থাকছে এই কার্ডে। এই কার্ড ব্যবহারের জন্য বছরে ৫০০ টাকা খরচ হবে। তবে বছরে ৫০,০০০ টাকার বেশি কেনাকাটা করলে গ্রাহককে বার্ষিক ফি দিতে হবে না।

পেটিএম প্রধান বিজয় শেখর শর্মা জানিয়েছেন, “সিটি ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এই ক্রেডিট কার্ড নিয়ে এসে আমরা গর্বিত। গ্রাহককে সব থেকে বেশি সুবিধা দেওওার জঙয় এই কার্ড নিয়ে এসেছি আমরা। যে কোন ধরনের ডিজিটাল পেমেন্টে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ড গ্রাহকদের কাছে দারুন সারা ফেলবে বলে বিশ্বাস করি আমরা।”

সিটি ব্যাঙ্ক প্রধান স্টিফেন বার্ড জানিয়েছেন, “ভারতে আরও বেশি গ্রাহকের কাছে ক্রেডিট কার্ড পৌঁছে দিতে সাহায্য করবে পেটিএম ফার্স্ট ক্রেডিট কার্ড। আমরা পার্টনার ও গ্রাহকের সাথে হাত মিলিয়ে আরও এগিয়ে যেতে চাই।”

পেটিএম অ্যাপ থেকে এই ক্রেডিট কার্ডের আবেদন জানাতে পারবেন গ্রাহক।

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm First credit card launched, here’s what it means for users

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X