নতুন ট্যাপ কার্ডের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করা যাবে পেটিএম এ

|

নতুন পেমেন্ট মেথড লঞ্চ করলো পেটিএম। নতুন এই পেমেন্ট মেথডের নাম ট্যাপ কার্ড। কোম্পানি জানিয়েছে এটি ভারতের প্রথম সম্পূর্ণ অফলাইন পেমেন্ট মেথড। NFC এর মাধ্যমে কাজ করবে এই কার্ড। কোম্পানির অথোরাইজড পয়েন্ট অফ সেলে (POS) ইন্টারনেট ছাড়াই কাজ করবে নতুন এই পেমেন্ট মেথড।

নতুন ট্যাপ কার্ডের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করা যাবে পেটিএম এ

নতুন এই পেমেন্ট ট্যাপ কার্ডের মাধ্যমে খুব সুরক্ষিতভাবে অফলাইনে NFC এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। তবে শুধুমাত্র পেটিএম অনুমোদিত POS এর করা যাবে এই পেমেন্ট। এছাড়াই QR কোড স্ক্যান করে খুব সহজেই টাকা ভরা যাবে এই কার্ডে। এছাড়াও কোন ত্রুটি থাকলে তা নিজে থেকেই ধরতে সক্ষম এই কার্ড।

বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় ও কর্পোরেটদের সাথে হাত মিলিয়ে প্রথম দফায় এই কুইক ডিজিটাল পেমেন্ট ট্যাপ কার্ড লঞ্চ করতে হলেছে পেটিএম। গ্রাহকরা শুধুমাত্র এই কার্ড ট্যাপ করলেই পেটিএম ওয়ালেট থেকে টাকা চলে যাবে। এর জন্য গ্রাহকদের ব্যাবহার করতে হবে না তাদের মোবাইল। ফালে পেটিএম ব্যাবহারের জন্য সবসময় ফোন সাথে নিয়ে ঘোরার প্রয়োজন হবে না গ্রাহকদের।

“আমরা গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে ব্যাবহার করার কথা বলছি। কিন্তু একই সাময়ে অনেক গ্রাহকের কাছেই অনেক সময় ইন্টারনেট থাকে না। অথবা শেষ হয়ে যায় গ্রাহকদের ইন্টারনেটের দেইলি লিমিট। এর ফলে ইচ্ছা থাকলেও গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট করতে পারেন না। এই গ্রাহকদের জন্যই আমরা নিয়ে এসেছি নতুন এই পেটিএম ট্যাপ কার্ড।

অনলাইনে কিভাবে সংশধোন করবেন আপনার ভোটার কার্ড আইডি?অনলাইনে কিভাবে সংশধোন করবেন আপনার ভোটার কার্ড আইডি?

পে টি এম ট্যাপ কার্ডের মাধ্যমে গ্রাহকরা ফোন ও ইন্টারনেট ছাড়াই খুব সহজে ব্যাবহার করতে পারবেন পেটিএম এর ডিজিটাল পেমেন্টের সুবিধা। এই সুযোগ যেন গ্রাহকরা সর্বত্র ব্যাবহার করতে পারেন সেই জন্য আমরা দোকানদারদের সাথে যোগাযোগ করে তাদের এই পেমেন্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রটি ব্যাবহারের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা গ্রাহকের ডিজিটাল পেমেন্ট ব্যাবহারের ইচ্ছাকে সম্মান করি ও ইণতারনেট ছাড়াও ডিজিটাল মেনেন্ট লঞ্চের সিদ্ধান্ত আমাদের সেই সম্মানকেই জানান দেয় বলে আমি মনে করি।” বলে জানিয়েছেন পেটিএম এর সিওও কিরন ভাসিরেড্ডি।

Best Mobiles in India

Read more about:
English summary
Paytm has launched a new payment mode, Tap Card It is a card that uses NFC to transfer money

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X