দোকান থেকেই মিলবে নগদ! ডিজিটাল এটিএম নিয়ে আসছে ফোনপে

By Gizbot Bureau
|

গ্রাহকের হাতে সহজে নগদ তুলে দিতে বিশেষ ব্যবস্থা নিয়ে আসছে ফোনপে। এই ব্যাবস্থায় ফোনপে গ্রাহকরা সহজেই নিকটবর্তী দোকান থেকে ফোনপে ব্যবহার করে নগদ হাতে পাবেন। এই জন্য ফোনেপে তে একটি উইড্র বাটন থাকবে।

 
দোকান থেকেই মিলবে নগদ! ডিজিটাল এটিএম নিয়ে আসছে ফোনপে

গ্রাহক নিকটবর্তী দোকানে গিয়ে 'ফোনপে এটিএম’ ফিচার ব্যবহার করে নগদ পকেটে ফিরতে পারবেন। নিকটবর্তী কোন দোকানে এই পরিষেবা পাওয়া যাবে তা অ্যাপ থেকেই দেখে নেওয়া যাবে।

দোকানে পৌঁছে ফোনপে অ্যাপের 'উইদড্র’ বাটনে ট্যাপ করে যে পরিমাণ নগদ প্রয়োজন তা সিলেক্ট করুন। দোকানদার আপনার হাতে সেই পরিমাণ নয়দ তুলে দেবেন। সম্প্রতি এই বিবৃতিতে এই কথা জানিয়েছে ফোনপে।

 

“বিভিন্ন ব্যাঙ্কের এটিএম-এ অনেক সময় নগদ থাকে না। গ্রামীন ভারতে এই কারণে নাগরিকদের নগদ হাতে পেতে সমস্যা হয়।” জানিয়েছেন কোম্পানির বাণিজ্যিক বিভাগের প্রধান বিবেক লোহচেব।

এই সার্ভিস ব্যবহারের জন্য গ্রাহক অথবা দোকানদারকে কোন অতিরিক্ত চার্জ দিতে হবে না। গ্রাহক একবারে মোট নগদ হাতে পাবেন তা ঠিক করে দেবে ব্যাঙ্ক।

নতুন এই পরিষেবা ব্যবহার করে যে সব এলাকায় এটিএম সেই সেখানে সহজেই গ্রাহকের হাতে নগদ পৌঁছে দেওয়া যাবে। এছাড়াও এটিএম -এ টাকা না থাকা এক রোজকার সমস্যা। সেই সময়েও কাজে লাগবে ফোনপে -র নতুন ফিচার।

এছাড়াও সম্প্রতি গ্রাহকের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল ফোনপে। 'লিকুইড ফান্ড’ নামের নতুন এই মিউচুয়াল ফান্ডে গ্রাহক লগ্নি করবে। এই টাকা সরকারী সুরক্ষা, ব্যাঙ্কের মতো জায়গায় লগ্নি করবে ফোনপে। এই মুহূর্তে ভারতে ১৭.৫ কোটি গ্রাহক ফোনপে ব্যবহার করেন। 'লিকুইড ফান্ডে’ লগ্নি করলে যে কোন সময় তা ভাঙিয়ে নেওয়া যাবে। কোন নুন্যতম লগ্নি বাধ্যতামূলক নয়।

Best Mobiles in India

Read more about:
English summary
PhonePe likely to bring digital ATMs at offline stores

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X