এবার আপনার বাড়ি গিয়ে কেওয়াইসি করে দেবে ফোনপে

By Gizbot Bureau
|

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব ডিজিটাল ওয়েলেটে কেওয়াইসি বাধ্যতামুলক হয়েছে। আর মাত্র দুই সপ্তাহ সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে সব ডিজিটাল ওয়ালেট কোম্পানিগুলিকে গ্রাহককের কেওয়াইসি করিয়ে নিয়ে হবে। এবার আরও বেশি গ্রাহককের কেওয়াইসি করানোর জন্য বাড়ি গিয়ে এই কাজ করা শুরু করল ফোনপে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুরুতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব ডিজিটাল ওয়েলেটের গ্রাহককে কেওয়াইসি করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সময়সীমা ছয় মাস বাড়িয়ে ৩১ অগাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 
এবার আপনার বাড়ি গিয়ে কেওয়াইসি করে দেবে ফোনপে

আগে মোবাইল নম্বরে ওটিপি ব্যবহার করে পার্শিক কেওয়াইসি করলেও এবার রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী সব মোবাইল ওয়ালেট অ্যাকাউন্টে সম্পূর্ণ কেওয়াইসি বাধ্যতামুলক হয়েছে। আইডি কার্ড ও ঠিকানার প্রমান পত্র ব্যবহার করে এই কেওয়াইসি করতে হবে।

“গোটা দেশে ৮,০০০ এজেন্টের মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কেওয়াইসি করার পরিকল্পনা করছি।” জানিয়েছেন ফোনপে সহ প্রতিষ্ঠাতা ও সিইও সমীর নিগম। ইতিমধ্যেই এই এজেন্টরা মার্চেটদের ফোনপে ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন। বছরের শুরুতে একই ধরনের উদ্যোগ নিয়েছিল অ্যামাজন পে।

 

ফোনপে এর বেশিরভাগ গ্রাহক ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে টাকা লেনদেন করেন। এর ফলে ক্যাশব্যাক ছাড়াও অন্য কোন কাজে ওয়ালেট ব্যবহার করতে হয় না বেশিরভাগ ফোনপে গ্রাহককে। জুলাই মাসে ফোনপে ব্যবহার করে মোট ৩৩.৫ কোটি লেনদেন হয়েছিল। এর মধ্যে ৩০ কোটি লেনদেন ইউপিআই ব্যবহার করে হয়েছিল। এবার গ্রাহকের বাড়িতে এজেন্ট পাঠিয়ে কেওয়াইসি করার ব্যবস্থা করল ডিজিটাল পেমেন্ট কোম্পানিটি। এর ফলে গ্রাহক নিজের ওয়ালেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে মাত্র ৩০ শতাংশ ফোনপে গ্রাহক কেওয়াইসি করিয়েছেন। তাই অগাস্ট মাসের শেষে ৭০ শতাংশ গ্রাহককের ওয়ালেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

Best Mobiles in India

Read more about:
English summary
PhonePe Now Offers Doorstep KYC Verification For Free

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X