ফিক্সড ডিপোজিটের মতো ‘লিকুইড ফান্ড’ নিয়ে এল ফোনপে

By Gizbot Bureau
|

গ্রাহকের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির হল জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ফোনপে। সম্প্রতি বিনিয়োগের নতুন সুবিধা নিয়ে এসেছে কোম্পানি। কম সময়ে সেখানে ফিক্সড ডিপোজিটের মতো সুদ পাওয়া যাবে। দেশের ছোট শহরে গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফিচার নিয়ে এসেছে ফোনপে।

ফিক্সড ডিপোজিটের মতো ‘লিকুইড ফান্ড’ নিয়ে এল ফোনপে

'লিকুইড ফান্ড’ নামের নতুন এই মিউচুয়াল ফান্ডে গ্রাহক লগ্নি করবে। এই টাকা সরকারী সুরক্ষা, ব্যাঙ্কের মতো জায়গায় লগ্নি করবে ফোনপে। এই মুহূর্তে ভারতে ১৭.৫ কোটি গ্রাহক ফোনপে ব্যবহার করেন।

'লিকুইড ফান্ডে’ লগ্নি করলে যে কোন সময় তা ভাঙিয়ে নেওয়া যাবে। কোন নুন্যতম লগ্নি বাধ্যতামূলক নয়।

“মিউচুয়াল ফান্ডে এটার আমাদের দ্বিতীয় প্রোডাক্ট।সম্প্রতি গ্রাহকদের জন্য ট্যাক্স সেভিং ফান্ড নিয়ে এসেছিলাম। এবার লিকুইড ফান্ড নিয়ে ফান্ডের মাধ্যমেও গ্রাহকরা ফোনপে ব্যবহার করে লগ্নি করতে পারবেন।” এক বিবৃতিতে জানিয়েছে ফোনপে।

লিকুইড ফান্ডে অন্তত ৫০০ টাকা লগ্নি করতে হবে। মাত্র ৫ মিনিটে সম্পূর্ণ সুরক্ষিত ভাবে কোন কাগজ ছাড়াই লগ্নি করা যাবে।

গ্রাহক চাইলে যে কোন সময় টাকা তুলে নিতে পারবেন। তুলতে মোট লগ্নির ৯০ শতাংশ তৎক্ষণাৎ তুলে নেওয়া যাবে। সাথে সাথে টাকা চাইলে ৫০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ মিনিটের মধ্যে টাকা পৌঁছে যাবে। বাকি টাকা দুই দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছবে।

অপেক্ষাকৃত ছোট শহরের গ্রাহকদের কথা মাথায় রেখে 'লিকুইড ফান্ড’ লঞ্চ হয়েছে। লঞ্চের সময় এই কথা জানিয়েছে ফোনপে। যে সব গ্রাহক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোথাও নিজের টাকা রাখেন নি সেই সব গ্রাহকের কথা মাথায় রেখেই সামনে এসেছে 'লিকুইড ফান্ড’।

এই মুহূর্তে ফোনপে অ্যাপের মোট লেনদের ৫৬ শতাংশ দেশের দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহর থেকে হয়। ৮০ লক্ষের বেশি মার্চেন্ট ফোনপে পেমেন্ট গ্রহণ করেন।

Best Mobiles in India

Read more about:
English summary
PhonePe Users Can Now Earn FD Return Like Income, Thanks To Liquid Fund.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X