গ্রামীণ ভারতে উন্নয়নের গতি বাড়াতে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র

By Gizbot Bureau
|

গ্রামীণ ভারতে উন্নয়নের গতি বাড়াতে হাজির হল দুটি নতুন ওয়েব পোর্টাল। শুক্রবার ই-গ্রাম স্বরাজ ও স্বামিত্ব যোজনা নামের দুটি নতুন ওয়েব পোর্টালের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। ই-গ্রাম স্বরাজ অ্যাপ ব্যবহার করে একই ইন্টারফেস থেকে উন্নয়নের সব কাজ দেখে নেওয়া যাবে। পরিকল্পনাকে বাস্তবায়নে রূপ দিতে সাহায্য করবে এই অ্যাপ।

গ্রামীণ ভারতে উন্নয়নের গতি বাড়াতে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র

দ্রোণের মাধ্যমে গ্রামীণ সম্পত্তির ম্যাপিং করবে স্বামিত্ব যোজনা। এর ফলে জমি নিয়ে বিবাদের নিষ্পত্তি হবে। এছাড়াও এই পোর্টাল থেকে গ্রামবাসীরা সহজেই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারবেন।

পঞ্চায়েত রাজ দিবসে গোটা দেশের গ্রামবাসীদের জন্য এই অ্যাপ নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। ভাষণে গ্রামবাসীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাহবা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইকে বাহবা দিচ্ছে গোটা বিশ্ব।

“সামাজিক দূরত্বকে গ্রামের কথায় 'দো গজ কি দুরি’ নামে আখ্যা দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে গ্রামের মানুষরা নিজেরদের নীতি, ঐতিহ্যের পরিচয় দিয়েছেন।” বলেন প্রধানমন্ত্রী। ভাষণের সময় গামছা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণ মানুষকে আত্মনির্ভর হতে শিখিয়েছে। আত্মনির্ভরশীলতা ছাড়া লড়াই সম্ভব না। অন্যের উপরে নির্ভর না করে গোটা দেশের গ্রাম, ও জেলাগুলি আত্মনির্ভরশীলতার প্রমাণ দিয়েছে।

মজবুত গণতন্ত্রের এক অন্যতম প্রধান উপাদান মজবুত পঞ্চায়েত। পঞ্চায়েতের মাধ্যমেই দেশের মানুষের কাছে উন্নয়ন ও বিভিন্ন পরিষেবা পৌঁছয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যেই গোটা দেশে ১.২৫ লক্ষ গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছেছে। ৩ লক্ষের বেশি গ্রামে পৌঁছেছে সাধারণ সার্ভিস সেন্টার।

৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে। ইতিমধ্যেই গোটা দেশে ২৪,৫০৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ভাইরাস সংক্রমণে ৭৭৫ জন প্রাণ হারিয়েছেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Digitization in India is still a work in progress with the large population unable to access or tap into the vast pools of the virtual capabilities. Now, the Indian government is trying to bridge this gap with the e-Gram Swaraj Portal and Swamitva Scheme.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X