২০২২ সালে মহাকাশে যাবেন ভারতীয়

By GizBot Bureau
|

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে লালকেল্লা থেকে ভাষন দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন ২০২২ সালে মহাকাশে যাবেন ভারতীয়। তিনি জানান দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে হয়তো একজন ভারটিয় মহাকাশে তিরঙ্গা ওড়াবেন। 'গগনযানে’ চেপে ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন। এই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ISRO।

২০২২ সালে মহাকাশে যাবেন ভারতীয়

প্রধানমন্ত্রী বলেন ভারতীয় নিজের ক্ষমতায় মহাকাশে যাবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করে দেখাবে ভারত। এই মিশন সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পরে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠাবে।

প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন পাইলট রাকেশ শর্মা। রাশিয়ার একটি মিশনের অঙ্গ হিসাবে তিনি মহাকাশে গিয়েছিলেন। তার পরে আর কোন ভারতীয় মহাকাশে যান নি। যদিও কল্পনা চাওলা ও সুনিতা উইলিয়ামসের মতো ভারতীয় বংশোদ্ভূত মহিলারা মহাকাশে গিয়েছে অনেক সময় কাটিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে মহাকাশ থেকে কলম্বিয়া যানে চেপে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কল্পনা চাওলার।

এই প্রসঙ্গে ISRO প্রধান জানিয়েছেন ইতিমধ্যেই এই মিশনের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। ২০২২ সালে মানুষ মহাকাশে যাওয়ার আগে মানুষ ছাড়া দুইবার এই মিশন পরীক্ষা করবে ISRO।

সম্প্রতি চাঁদ ও মঙ্গলের চারপাশে যান পাঠিয়ে মহাকাশ বিজ্ঞানের জনতে ঝড় তুলেছে ভারত। ভারতের তৈরী চন্দ্রায়ন-১ ২০০৪ সালের অক্টোবর মাসে উৎক্ষেপণ করা হয়েছিল। ২০০৯ সাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। চাঁদের মাটিতে জলের সন্ধান জোগাড় করে আনে চন্দ্রায়ন-১। যে অভিযান গত দুবছর ধরে শেষ হওয়ার কথা ছিল, তা শেষ হয় মাত্র ৩১২ দিনে। তবে ইসরো-র বিজ্ঞানীরা দাবি করেছিলেন, মিশনের প্রায় ৯৫ শতাংশ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছিলেন তাঁরা। চলতি বছরে চন্দ্রায়ন-২ উৎক্ষেপণ করার কথা ভেবেছে ইসরো । কিন্তু কিছু নকশার পরিবর্তন ঘটায় স্থগিত আছে সেই অভিযান।

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ইসরো তার মঙ্গল অভিযানে উৎক্ষেপণ করেছিল মঙ্গলায়ন নামক এক মহাকাশযান। বর্তমানে মঙ্গলে প্রানের খোঁজে সফল হয়েছেন ইসরো বিজ্ঞানীরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Prime Minister Narendra Modi, as part of his Independence D ay speech early on Wednesday, vowed to put an Indian in spac e by 2022

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X