ফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গিয়েছে? কী করবেন?

By Gizbot Bureau
|

স্মার্টফোন একদিকে যেমন আমাদের জীবন মসৃণ করে তুলেছে তেমনি মাঝে মাঝেই আমাদের জীবনে বিড়ম্বনার কারন হয়ে দাঁড়ায় সখের ফোনটি। অ্যানড্রয়েড ফোনের অন্যতম প্রধান সমস্যা পাওয়ার বাটন খারাপ হয়ে যাওয়া। যেহেতু ফোনে সব থেকে বেশি পাওয়ার বাটন ব্যবহার হয় তাই সবার আগে খারাপ হয় এই যন্ত্রাংশটি। তখন পাওয়ার বাটন বদল করা ছাড়া উপায় থাকে না।

ফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গিয়েছে? কী করবেন?

কিন্তু ধরুন আপনি জরুরি ফোন কল করতে যাবেন তখনই পাওয়ার বাটন কাজ করা বন্ধ করে দিল। কয়েকটি উপায়ে পাওয়ার বাটন ছাড়াই বহাল তবিয়াতে স্মার্টফোন ব্যবহার করা যায়। দেখে নিন।

প্রথম পদ্ধতি: ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার

আজকাল সব ফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে। ফোন স্ট্যান্ড বাই মোডে থাকলেও কাজ করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তাই ফোন আনলক করতে পাওয়ার বাটন খারাপ হলে সিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করতে পারেন। তবে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না থাকলে অন্য উপায়গুলি দেখে নিন।

দ্বিতীয় পদ্ধতি: জেসচার কন্ট্রোল

আজকাল সব অ্যানড্রয়েড ফোনেই জেসচার সাপোর্ট থাকে। যেমন ধরুন স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করলে ফোন স্ট্যান্ডবাই মোড থেকে বেরিয়ে আসে। সেটিংস থেকে এই জেসচার এনেবেল করতে হয়।

তৃতীয় পদ্ধতি: থার্ড পার্টি অ্যাপ

এই দুটির কোন ফিচার আপনার ফোনে না থাকলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ডিসপ্লের উপরে পাওয়ার বাড়িন অথবা ভলিউম বাটনের মতো ফিচার ব্যবহার করা যায়। একই ভাবে কয়েকটি অ্যাপ ব্যবহার করে প্রক্সিমিটি ওয়েক আপ অথবা জেসচার ওয়েক আপ এর মতো ফিচার এনেবেল করা সম্ভব।

চতুর্থ পদ্ধতি: চার্জিং

বেশিরভার স্মার্টফোনে চার্জিং কেবেল যোগ করলে বা খুললে ডিসপ্লে জলে ওঠে। এছাড়াও কিছু ফোনে অ্যালার্ম বাজার পরে ফোনের লক স্ক্রিন ওপেন হয়তে যায়। এই ধরনের ফিচার ব্যবহার করে দেখতে পারেন।

Best Mobiles in India

English summary
we have compiled a list of ways that one can use to wake the smartphone screen.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X