PTron লঞ্চ করলো তাদের ব্লুটুথ স্পিকার 'Throb', দাম ৬৯৯ টাকা

|

PTron লঞ্চ করলো তাদের পোর্টেবেল ব্লুটুথ স্পিকার Throb। কোম্পানির দাবি অতুলনীয় সাউন্ড কোয়ালিটির এই স্পিকার মন জয় করে নেবে যেকোন মিউজিক লাভারের।

PTron লঞ্চ করলো তাদের ব্লুটুথ স্পিকার 'Throb', দাম ৬৯৯ টাকা

কম্প্যাক্ট ফুল বডিড স্টিরিও ডিজাইন এই স্পিকারে রয়েছে ABS প্লাস্টিক বডি। সামনে রয়েছে মেটাল গ্রিল। PTron Throb -এর ডুয়াল স্পিকারে আছে 4 ohms 3 watts 40mm ড্রাইভার। যার মাধ্যমে পাবেন ডিপ বাস আর ক্রিস্প ডিটেল।

PTron Throb -এ রয়েছে 1800 mAh ব্যাটারি। কোম্পানির দাবি ৬ ঘন্টা পর্যন্ত চলবে এই স্পিকার। এছাড়াও এই স্পিকারে রয়েছে Micro SD card, AUX, এবং USB স্লট। এছাড়াও এই ব্লুটুথ স্পিকারে রয়েছে মাইক্রোফোন যার মাধ্যমে হ্যান্ডস-ফ্রি মোডে ফোন করতে পারবেন। স্পিকারটি চার্জ হতে সময় লাগে ২-৩ ঘন্টা।

নতুন এই ব্লুটুথ স্পিকার লঞ্চের মাধ্যমে নিজেদের মাল্টিফাংশানাল অডিও ও কমিউনিকেশাআন ডিভাইসের লাইন-আপ আরও জোড়দার করলো PTron। লাল/কালো, কমলা/কালো আর নীল/কালো এই তিনটি রঙে পাওয়া যাবে PTron Throb। স্পিকারের দাম ৬৯৯ টাকা, পাওয়া যাবে শুধুমাত্র LatestOne.com ওয়েবসাইটে।

ভিভো ভি৫এস-এর ২ হাজার টাকা দাম কমলভিভো ভি৫এস-এর ২ হাজার টাকা দাম কমল

PTron -এর প্রতিষ্ঠাতা আমিন খ্বাজা বলেন, "সম্প্রতি বাজারে ব্লুটুথ স্পিকারের চাহিদা বেড়েছে। এটি নতুন প্রজন্মের কাছে এখন ফ্যাশান স্টেটমেন্ট। নতুন প্রজন্মের সেই চাহিদার কথা মাথায় রেখে কম দামে ব্লুটুথ কোয়ালিটি ব্লুটুথ স্পিকার বাজারে এনেছে PTron।"

মোবাইল অ্যাকসেসারিজের বাজারে অন্যতম নাম PTron। খুব কম দামে ভালো প্রোডাক্ট বানিয়ে গ্রাহকদের মন জয় করেছে কোম্পানি।

Best Mobiles in India

Read more about:
English summary
PTron has now announced the launch of ‘Throb', a Bluetooth Dual stereo speaker in India at Rs. 699.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X