Just In
ভারতে পাবজি লাইট প্রি-রেজিস্ট্রেশন শুরু হল, কীভাবে রেজিস্টার করবেন?
শিঘ্রই ভারতে আসছে জনপ্রিয় পাবজি গেম এর লাইট ভার্সান পাবজি লাইট। তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারের জন্য বিশেষ ভাবে এই গেম ডিজাইন করা হয়েছে। কোম্পানির অফিশিয়াল ফেসবুক পেজ এ জানানো হয়েছে ইতিমধ্যেই পাবজি লাইট প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পাবজি লাইট ওয়েবসাইটে গিয়ে এখনই এই গেম খেলার জন্য রেজিস্টার করতে পারবেন গ্রাহকরা। কীভাবে পাবজি লাইট গেম প্রি-রেজিস্টার করবেন? দেখে নিন।

পাবজি লাইট প্রি-রেজিস্টার করার উপায়
১। কম্পিউটার অথবা মোবাইল থেকে https://lite.pubg.com ওয়েবসাইট ওপেন করুন।
২। এবার ডান দিকে উপরে লগ ইন অপশঅন দেখতে পাবেন।
৩। সেখানে লগ ইন আই ডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেও লগ ইন করা যাবে। ইতিমধ্যেই অ্যাকাউন্ট না থাকলে একটি অ্যাকাউন্ট তৈরী করে নিন।
৪। লগ ইন করার পরে 'পার্টিচিপেট ইভেন্ট’ সিলেক্ট করুন।
৫। এর পরে একটি পপ-আপ মেসেজে আপনাকে জানানো হবে যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে।
৩ জুলাই পর্যন্ত পাবজি লাইট গেম প্রি-রেজিস্টার করা যাবে। এর পরে ১১ জুলাই যে সব গ্রাহক প্রি-রেজিস্টার করবেন সবার ইমেল এ একটি কোড পাঠানো হবে। সেই কোড রিডিম করে বিভিন্ন পুরস্কার জেতা যাবে। থাকছে বিভিন্ন বন্দুক, জামা কাপড় ইত্যাদি।
ঠিক কবে ভারতে পাবজি লাইট রিলিজ হবে জানা যায়নি। বিটা ভার্সান লঞ্চের দিনও জানায়নি কোম্পানি।
তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে পাবজি লাইট। কম্পিউটারে কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই এই গেম চলবে। বিনামূল্যে এই সব কম্পিউটারে পাবজি লাইট খেলা যাবে। তবে এই গেম এর ভিতরে সব কিছু পাবজি এর মতোই।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086