Just In
Don't Miss
পাবজি সহ নিষিদ্ধ হতে পারে আরও ২৭৫টি চিনা অ্যাপ
আরও ২৭৫টি চিনা অ্যাপ পরীক্ষা নিরীক্ষা শুরু করল কেন্দ্র। এই অ্যাপগুলি কোনভাবে জাতীয় সুরক্ষায় আপোষ করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষণা হতে পারে। সম্প্রতি গোটা দেশে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এই তালিকায় ছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক। চিনের সঙ্গে লাদাখে সীমান্তরেখা নিয়ে সমস্যা শুরু হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
নতুন করে আরও চিনা অ্যাপ নিষিদ্ধ করার তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এই তালিকায় থাকতে পারে জনপ্রিয় গেম পাবজি। চিনের সবথেকে বড় ইন্টারনেট কোম্পানি টেনসেন্টের এই গেম ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম। এছাড়াও সরকারের নজরে রয়েছে শাওমি, আলিএক্সপ্রেসের মতো অ্যাপগুলি। টিকটকের মালিক বাইটড্যান্স সম্প্রতি নিয়ে এসেছিল রেসো ও ইউলাইকের মতো অ্যাপগুলি। সূত্র মারফৎ জানা গিয়েছে এই সব অ্যাপ নিষিদ্ধ হতে পারে।
যদিও এই বিষয়ে এখনও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এখনও কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে অনেক অ্যাপকে সুরক্ষার জন্য ইতিমধ্যেই চিহ্নিত করার কাজ শেষ হয়েছে। এই সব অ্যাপ সুরক্ষায় আপোষ করে গ্রাহকের তথ্য পাচার করছে।
ভারতে প্রায় ৩০ কোটি গ্রাহক বিভিন্ন চিনা ইন্টারনেট কোম্পানির সার্ভিস ব্যবহার করেন। ভারতের মোট স্মার্টফোন ব্যবহারকারীর তিন ভাগের দুই ভাগ গ্রাহক কোন না কোন চিনা অ্যাপ ব্যবহার করেন।
ইতিমধ্যেই যে ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা হয়েছে সেই সব অ্যাপ কীভাবে গ্রাহকের তথ্য ব্যবহার করছে তা বিবেচনা করতে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সপ্তাহের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190