Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
অ্যানড্রয়েড ফোন থেকেই যে কোন ওয়াবসাইটের কিউআর কোড তৈরি করবেন কীভাবে?
বিভিন্ন জায়গায় আপনি কিউআর কোড স্ক্যান করে সহজেই অনেক কাজ করে ফেলেন। কিন্তু এই কিউআর কোড কীভাবে তৈরি হয় জানেন কি? বিশেষ কোন ওয়েবসাইটে লগ ইন করার জন্যই খুব সহজেই মোবাইল ফোনের ব্রাউজার থেকে কিউআর কোড তৈরি করা সম্ভব।
কিউআর কোডের মাধ্যমে যে কেউ খুব সহজেই স্ক্যান করে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। অ্যানড্রয়েড ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করা যাবে। এই জন্য ক্রোম ব্রাউজারের ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। ধাপে ধপে দেখে নিন সেই পদ্ধতি।
স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।
স্টেপ ২। ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে “chrome://flags” টাইপ করুন।
স্টেপ ৩। এখানে সার্চ বারে 'Sharing Hub’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। ড্রপ ডাউন বক্স সিলেক্ট করে 'এনেবেল’ করে দিন।
স্টেপ ৫। এর পরে সার্চ বার ক্লিয়ার করে 'QR Code’ সার্চ করুন।
স্টেপ ৬। এই ফ্ল্যাহটিও ড্র ডাউন মেনু থেকে এনেব্ল করুন।
স্টেপ ৭। স্ক্রিনের নীচে 'রিলঞ্চ’ বাটন সিলেক্ট করে গুগল ক্রোমের নতুন ফিচার ব্যবহার শুরু করুন।
উপরের ধাপগুলি শুধুমাত্র একবার অনুসরন করতে হবে। এর পরে অ্যানড্রয়েড ফোন থেকে প্রত্যেক ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করার জন্য এই ধাপগুলি অনুসরন করুন।
স্টেপ ১। গুগল ক্রোম ওপেন করুন।
স্টেপ ২। যে ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করবেন সেটি ওপেন করুন।
স্টেপ ৩। অ্যাড্রেস বারে ট্যাপ করুন।
স্টেপ ৪। এবার শেয়ার অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৫। স্ক্রিনে ভেসে ওঠা তালিকায় কিউআর কোড সিলেক্ট করুন।
স্টেপ ৬। কিউআর কোড ডাউনলোড করে শেয়ার করুন।
আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। আইওএস গ্রাহকরা এই ফিচার থেকে বঞ্চিত থাকবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190