দারুন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ল্যাপটপের নতুন এই চিপসেটে

By GizBot Bureau
|

মোবাইল প্রসেসারে কম্পিউটার বানানো ক্রমশ জনপ্রিয় হচ্ছে। গত বছরেই Qualcomm লঞ্চ করেছিল তাদের Snapdragon 835 কম্পিউটার চিপসেট। মঙ্গলবার নতুন সেই চিপসেটের পরবর্তী জেনারেশান Snapdragon 850 লঞ্চ করলো Qualcomm। Windows 10 পিসির জন্য বিশেষভাবে তৈরী হয়েছে নতুন এই চিপসেট।

দারুন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ল্যাপটপের নতুন এই চিপসেটে

অফিশিয়াল রিলিজে Qualcomm জানিয়েছে স্যামসাং এর সাথে হাত মিলিয়ে একাধিক Snapdragon 850 পিসি বাজারে আনা হবে। এই চিপসেটে রয়েছে ১০ ন্যানোমিটার ফ্যাব্রিকেশান টেকনোলজি দিয়ে তৈরী হয়েছে এই চিপসেট। এর সাথেই Snapdragon 850 এ রয়েছে Snapdragon X20 আর Qualcomm AI ইঞ্জিন।

আগে যে কম্পিউটারগুলিতে ARM আর্কিটেকচার ব্যাবহার করা হত সেই ধরনের ভবিষ্যতে কম্পিউটারে ব্যাবহার করা যাবে নতুন Snapdragon 850। Windows পিসি কে আরও বেশি পোর্টেবেল ও মোবাইল ফ্রেন্ডলি করাই এই চিপসেটের উদ্দেশ্য। এছাড়াও এই চিপসেটে থাকবে LTE কানেক্টিভিটি আরও ভালো ব্যাটারি লাইফ। আগের Windows পিসি থেকে অনেকটাই হালকা হবে নতুন এই কম্পিউটারগুলি।

Qualcomm জানিয়েছে Snapdragon 845 এর মডিফায়েড ভার্সান নতুন এই Snapdragon 850। প্রসঙ্গত এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল এই চিপসেটটি। কিন্তু কম্পিউটারের জন্য অপটিমাইজেশান করে এবার নতুন এই চিপসেট লঞ্চ করল Qualcomm।

তবে কোম্পানি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে Snapdragon 850 মোবাইলের জন্য তৈরী হবে না। এই চিপসেট সবসময়েই পিসির জন্যই তৈরী হবে। এই কারন Windows 10 এর জন্য অপটিমাইজ করে তৈরী করে হয়েছে নতুন Snapdragon 850।

iPhone X কে ক্যামেরা টেস্টে হারিয়ে দিল Mi 8iPhone X কে ক্যামেরা টেস্টে হারিয়ে দিল Mi 8

স্যামসাং এর সাথে হাত মিলিয়ে আপাতত Snapdragon 850 চিপসেটের ডিভাইস বাজারে আসবে। এই বছরের শেষেই একাধিক প্রোডাক্ট লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও দক্ষিন কোরিয়ার এই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানির সাথে আপাতত Qualcomm এর হাত মেলানোর খবর পাওয়া যায়নি। অলওয়েজ কানেক্টেড পিসির দুনিয়ায় এই চিপসেট বিপ্লব আনতে পারে কী না সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কয়েক মাস।

Best Mobiles in India

Read more about:
English summary
Qualcomm has today unveiled the Snapdragon 850 mobile platform.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X