আজ থেকে বিক্রি হবে Realme 1

|

আজ থেকে ভারতে বিক্রি শুরু হবে OPPO এর নতুন বাজেট স্মার্টফোন Realme 1। গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল এই মাজেট স্মার্টফোনটি। আশা করা হচ্ছে Redmi Note 5 Asus ZenFOne Max Pro M1 এর মতো ফোনগুলিকে বাজারে টক্কর দেবে নতুন এই ফোন।

আজ থেকে বিক্রি হবে Realme 1

আজ দুপুর ১২ টায় Amazon এ বিক্রি শুরু হবে এই ফোনের। আপাতত দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Realmi 1। 3GB Ram ভেরিয়েন্ট পাওয়া যাবে ৮,৯৯০ টাকায়। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ১৩,৯৯০ টাকা। এছাড়াও একটি 4GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করেছিল কোম্পানি। কিন্তু এখনই বিক্রি শুরু হবে না এই ভেরিয়েন্টটি।

SBI কার্ডের গ্রাহকরা লঞ্চ অফারে ৫% ক্যাশব্যাক পাবেন। আর জিও তাদের গ্রাহকিদের দেবে ৪,৮৫০ টাকার বেনিফিট।

রিয়েলমি ১ এর পিছনে রয়েছে ফাইবার বডি। যার ফিনিশ খানিকটা হিরের মতো দেখতে। নতুন এই ফোনের সামনে রয়েছে ৬ ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ৪০৩ পিপিয়াই এর এই ডিসপ্লে তে দারুন শার্পনেস পাওয়া যাবে।

ওপ্পো রিয়েলমি ১ এ রয়েছে ১২ ন্যানোমিটার এআই সিপিইউ MediaTek Helio P60। এই সিপিইউটি এনার্জি বাঁচিয়েও এই সেগমেন্টের অন্যান্য সিপিইউ এর থেকে ৫০% বেশি শক্তিশালী। এই প্রসেসারের সাথেই রয়েছে 3GB/4GB/6GB RAM। 6GB RAM ভেরিয়েন্টের সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টটি রেডমি, অনর বা আসুসের মতো ব্র্যান্ডের মতো ফোনগুলির সাথে টক্কর দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ফোনে ওপ্পোর অন্যন্য ফোনের সাথে সফটওয়ারে কোন তফাৎ নেই। এই ফোনে প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যাণড্রয়েড ওরিও ৮.১। আর এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন কালারওএস ৫.০।

দাম কম রাখার জন্য এই ফোন থেকে বাদ দিতে হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কিন্তু এই ফোনে রয়েছে ফেস আনলক ফিচার। কোম্পানি জানিয়েছে আপনার মুখে ২৯৬ টি পয়েন্ট ম্যাচ করে তবেই আনলক হবে এই ফোন ফলে সিকিউরিটির সাথে কোনভাবেই আপোষ করা হয়নি এই ফোনের সাথে। এছাড়াও মাত্র ০.১ সেকেন্ডে আনলক হয়ে যাবে ফেস আনলকের মাধ্যমে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অভাব এই ফোনকে নিঃসন্দেহে গ্রাহকদের কাছে আকর্ষন কমিয়ে দেবে। ফোনের ব্যাটারি 3410 mAh।

রিয়েলমি ১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় পাওয়া যাবে ডিএসেলার এর মতো বোকে এফেক্ট। এছাড়াও রিয়েলমি ১ এ রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও নতুন এই ফোনে রয়েছে ফেস আনলকের মতো আধুনিক সব স্মার্টফোনের ফিচার। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না নতুন রিয়েলমি ১ এ।

বাড়ি বা অফিস থেকে বেরোনোর আগেই জেনে নিন কত দেরিতে চলছে ব্যান্ডেল বা বনগাঁ লোকাল?বাড়ি বা অফিস থেকে বেরোনোর আগেই জেনে নিন কত দেরিতে চলছে ব্যান্ডেল বা বনগাঁ লোকাল?

Best Mobiles in India

Read more about:
English summary
The smartphone will be available with a slew of launch offers on Amazon India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X