৫,৯৯৯ টাকায় লঞ্চ হল রিয়েলমি সি২, বাজেট সেগমেন্টে এটাই সেরা?

By Gizbot Bureau
|

গত বছর বাজেট সেগমেন্টের দখল নিতে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি১। সমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোনের উত্তরসূরি রিয়েলমি সি২। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৩ প্রো। গত বছর ৬,৯৯৯ টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি১। এবার তার থেকেও কম দামে ভারতের বাজেট স্মার্টফোন বাজারে মাত্র ৫,৯৯৯ টাকা দামে লঞ্চ হল রিয়েলমি সি২।

৫,৯৯৯ টাকায় লঞ্চ হল রিয়েলমি সি২, বাজেট সেগমেন্টে এটাই সেরা?

রিয়েলমি সি১ দাম

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে রিয়েলমি সি২ পাওয়া যাবে। ২জিবি র‍্যাম আর ১৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে রিয়েলমি সি২ এর দাম ৫,৯৯৯ টাকা। তবে ৩ জিবি র‍্যাম আর ৩২ জিবি স্টোরেজে রিয়েলমি সি২ কিনতে ৭,৯৯৯ টাকা খরচ হবে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

১৫ মে দুপুর ১২ টায় ফ্লিপকার্টে রিয়েলমি সি২ ফ্ল্যাশসেল শুরু হবে। জিও গ্রাহকরা এই ফোন কিনলে ৫,৩০০ টাকা ছাড় পাবেন। শিঘ্রই অফলাইনেও পাওয়া যাবে এই স্মার্টফোন।

রিয়েলমি সি২ স্পেসিফিকেশন

রিয়েলমি সি২ ফোনে থাকবে ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। সাথে থাকছে ৩ জিবি পর্যন্ত র‍্যাম আর ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য রিয়েলমি ৩ প্রো ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। সেলফি তোলার জন্য রিয়েলমি সি২ ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য রিয়েলমি সি২ ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক আর মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প হাওয়ার ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Realme C2 launched at Rs 5,999, cheapest smartphone with this feature

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X