ডুয়াল সেলফি ক্যামেরা সহ এসে গেল দেশের প্রথম ৫জি স্মার্টফোন

By Gizbot Bureau
|

অবশেষে ভারতে এল রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি। এটাই ভারতের প্রথম ৫জি স্মার্টফোন। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। এই প্রথম ভারতের কোন স্মার্টফোনে ৫জি কানেক্টিভিটি দেখা যাবে।

 
ডুয়াল সেলফি ক্যামেরা সহ এসে গেল দেশের প্রথম ৫জি স্মার্টফোন

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি -র দাম

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি-র দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ। ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজে এই ফোনের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৪৪,৯৯৯ টাকা খরচ হবে। সোমবার থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমি ওয়েবসাইটে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

 

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি স্পেসিফিকেশন

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি তে রয়েছে ৬.৪৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। হাই রিফ্রেশ রেটের সঙ্গেই এই ফোনে থাকছে এইচডিআর১০ প্লাস সাপোর্ট। ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কোম্পানির দাবি এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে মাত্র ০.২৭ সেকেন্ডে ফোন আনলক করা যাবে।

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি -র ভিতরে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ, ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ও ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকছে।সেলফি তোলার জন্য থাকছে ডুয়াল ক্যামেরা। সেখানে থাকছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি -র ভিতরে ৪,২০০ এমএএইচ ব্যাটারি থাকছে। সঙ্গে রয়েছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Realme X50 5G With 65W SuperDart Flash Charging Launched In India: Price And Specs.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X