দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল শাওমি

By GizBot Bureau
|

লঞ্চ হল শাওমির এন্ট্রি লেভেল স্মার্টফোন Redmi 6 আর Redmi 6A। মঙ্গলবার চিনে এক ইভেন্টে এই ফোনদুটি লঞ্চ করেছে কোম্পানি। নতুন এই দুটি বাজেট ফোনে থাকবে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর বেজেল লেস ডিসপ্লে।

 
দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল শাওমি

কত দাম? কোথায় পাবেন এই দুটি স্মার্টফোন?

 

Redmi 6A এর দাম ৫৯৯ ইউয়ান (প্রায় ৬,৩০০ টাকা)। ১৫ জুন বেলা ১০ টা থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হবে। অন্যদিকে Redmi 6 এর দাম ৭৯৯ ইউয়ান (প্রায় ৮৫০০ টাকা)। 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই টাকা খরচ করতে হবে গ্রাহকদের।

অন্যদিকে 4GB RAM আর 64GB শটোরেজ ভেরিয়েন্টের জন্য গ্রাহকদের পকেট থেকে খশবে ৯৯৯ ইউয়ান (প্রায় ১০,৫০০ টাকা)। একই দিনে বিক্রি শুরু হবে Redmi 6। যদিও বিশ্ববাজারে এই ফোন কবে থেকে পাওয়া যাবে তা জানায়নি শাওমি। তবে আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই ভারতে লঞ্চ হবে শাওমির নতুন দুটি বাজেট ফোন।

Redmi 6A স্পেসিফিকেশান

Redmi 6A তে থাকবে ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio A11 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6A তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 এ থাকবে একটি ৫.৪৫ ইঞ্চি HD+ ১৮:৯ ডিসপ্লে। নতুন এই ফোনে ব্যাবহার করা হয়েছে MediaTek Helio P22 চিপসেট। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM আর 64GB স্টোরেজ এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Redmi 6। এর সাথেই এই ফোনে microSD কার্ড সাপোর্ট থাকবে।

Redmi 6 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১২ মেগাপিক্সেল আর এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিযেল সেকেন্ডারি সেন্সার। এই ফোনের ক্যামেরাতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। পোট্রেট মোডে দারুন বোকে এফেক্ট পাওয়া যাবে এই ডুয়াল রিয়ায় ক্যামেরায়। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, 4G VoLTE আর IR ব্লাস্টার। Redmi 6 এ থাকবে একটি নন রিমুভেবেল 3000mAh ব্যাটারি।

Gmail হ্যাক হলে কীভাবে উদ্ধার করবেন আপনার অ্যাকাউন্ট?Gmail হ্যাক হলে কীভাবে উদ্ধার করবেন আপনার অ্যাকাউন্ট?

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi's new Redmi 6 comes with an impressive 12MP + 5MP AI dual-camera setup on the back, while the new Redmi 6A features a 13 MP AI rear camera.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X