Just In
Don't Miss
ছয় হাজারে ভারতে লঞ্চ হল রেডমি ৭এ
মে মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি ৭এ। এবার ভারতের বাজেট সেগমেন্টের দখল নিতে এই স্মার্টফোন লঞ্চ করল শাওমি। সম্প্রতি নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ৭এ। ৫,৯৯৯ টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে।
দুটি ভেরিয়েন্টের থাকবে ২জিবি র্যাম। এই ফোনে থাকছে ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৩২ জিবি স্টোরেজ। চিনে রেডমি ৭এ ফোনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হলেও ভারতে এই ফোনে ১২ মেগাপিএক্সেল সোনি সেন্সার ব্যবহার করেছে শাওমি।
রেডমি ৭এ এর দাম ও লঞ্চ অফার
ভারতে রেডমি ৭এ ফোনের দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ টাকা থেকে। ৩২ জিবি স্টোরেজে রেডমি ৭এ কিনতে ৬,১৯৯ টাকা খরচ হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুরুতে এই ফোনে ২০০ টাকা ছাড় দিচ্ছে চিনের কোময়ানিটি। তাই ৫,৭৯৯ টাকা থেকে রেডমি ৭এ কেনা যাবে। ১১ জুলাই শুধুমাত্র ফ্লিপকার্ট আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন পাওয়া যাবে।
রেডমি ৭এ স্পেসিফিকেশন
রেডমি ৭এ ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে থাকছে এমআইইউআই স্কিন। এই ফোনে থাকছে একটি ৫.৪৫ ইঞ্চি এইচ ডি প্লাস স্কিন। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ২ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য রেডমি ৭এ ফোনের পিছনে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি সোনি সেন্সর। সেলফি তোলার হন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
১৬ জিবি আর ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাবে রেডমি ৭এ। ফোনের ভিতরে রয়েছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। রেডমি ৭এ এর ওজন ১৬৫ গ্রাম।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190