১০,৯৯৯ টাকায় ৪৮ মেগাপিযেল ক্যামেরা সহ লঞ্চ হল রেডমি নোট ৭এস

By Gizbot Bureau
|

ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল শাওমি। ফেব্রুয়ারি মাসে রেডমি নোট ৭ সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই ভারতের বাজারে সুপারহিট এই স্মার্টফোন। এবার রেডমি নোট ৭ সিরিজে তিন নম্বর ফোনটি লঞ্চ হল। রেডমি নোট ৭এস এর প্রধান আকর্ষন ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭।

 
১০,৯৯৯ টাকায় ৪৮ মেগাপিযেল ক্যামেরা সহ লঞ্চ হল রেডমি নোট ৭এস

ভারতে রেডমি নোট ৭ ফোনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও চিনে রেডমি নোট ৭ ফোনে ছিল ৪৮ মেপিক্সেল ক্যামেরা। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ৭ এর নাম বদলে রেডমি নোট ৭এস নামে ভারতে নতুন ফোনটি লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রেডমি নোট ৭এস এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

রেডমি নোট ৭এস এর দাম

 

3GB RAM + 32GB স্টোরেজে রেডমি নোট ৭এস এর দাম ১০,৯৯৯ টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে রেডমি নোট ৭এস এর দাম ১২,৯৯৯ টাকা। ২৩ মে থেকে রেডমি নোট ৭এস বিক্রি শুরু হবে।

রেডমি নোট ৭এস স্পেসিফিকেশান

রেডমি নোট ৭এস এ থাকছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪জিবি পর্যন্ত র‍্যাম আর ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ। রেডমি নোট ৭এস এর ওজন ১৮৬ গ্রাম।

রেডমি নোট ৭এস ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার থাকছে। ফোনের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ডুয়াল সিম রেডমি নোট ৭এস এ অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI ১০ স্কিন। ফোনের ভিতরে রয়েছে একটি ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে কুইক চার্জ ৪ সাপোর্ট। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi India has officially launched the Xiaomi Redmi Note 7S in India, which is also the most affordable smartphone in the country with a 48 MP primary camera.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X