Just In
ভারতে এল রেডমি নোট ৮ আর রেডমি নোট ৮ প্রো
বুধবার ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ৮ আর রেডমি নোট ৮ প্রো। মিডরেঞ্জ সেগমেন্টে ঝড় তুলতে ভারতে এই দুই ফোন লঞ্চ করেছে শাওমি। এই দুই ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। এর মধ্যে রেডমি নোট ৮ প্রো ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে রেডমি নোট ৮ ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে শাওমি।

ভারতে রেডমি নোট ৮ এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে রেডমি নোট ৮ প্রো এর দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে। টপ ভেরিয়েন্টে রেডমি নোট ৮ কিনতে ১২,৯৯৯ টাকা খরচ হবে। আর টপ ভেরিয়েন্টে রেডমি নোট ৮ প্রো এর দাম ১৭,৯৯৯ টাকা।
রেডমি নোট ৮ প্রো স্পেসিফিকেশন
রেডমি নোট ৮ প্রো ফোনে থাকছে একটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হিলিও জি৯০টি চিপসেট। সাথে থাকছে ৮ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ।
রেডমি নোট ৮ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
রেডমি নোট ৮ প্রো ফোনে থাকছে একটি ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। গুগল অ্যাসিস্ট্যান্টের সাথেই এই ফোনে থাকছে আমাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।
রেডমি নোট ৮ স্পেসিফিকেশন
রেডমি নোট ৮ ফোনে থাকছে একটি ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। সাথে থাকছে ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। রেডমি নোট ৮ ফোনে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
রেডমি নোট ৮ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470