আজ নতুন সেলফি ফোন বাজারে আনবে শাওমি

By GizBot Bureau
|

কয়েকমাস আগেই চিনে ফোনটি লঞ্চ হয়েছিল Redmi S2 নামে। আর এবার ভারতের বাজারে সেই একই ফোন নাম বদলে হবে Redmi Y2। আজই নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। বেলা 3টেয় এই ইভেন্ট শুরু হবে বলে জানা গিয়েছে। দশ হাজারী বাজারে আরও একটি ফোন লঞ্চ করে ইতিমধ্যেই ভিড়ে ঠাঁশা বাজেট ফোনের বাজারে ঝড় তোলা চেষ্টা করবে Xiaomi।

আজ নতুন সেলফি ফোন বাজারে আনবে শাওমি

শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই এই খবর পোস্ট করেছে সিয়াটেলের কোম্পানিটি। সেই পোস্টেই জানা গিয়েছে এই ফোনে থাকবে Snapdragon চিপসেট আর ডুয়াল রিয়ার ক্যামেরা, আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে বলেও জানিয়েছে অ্যামাজন। তবে জানানো হয়নি ফোনের নাম এবং দাম। তবে যেহেতু Redmi S2 ফোনটি ইতিমধ্যেই চিনে বিক্রি হচ্ছে আশা করা হচ্ছে এই একই স্পেসিফিকেশান থাকবে Redmi Y2 তেও।

Redmi S2 স্পেসিফিকেশান

Redmi S2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi S2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI। আশা করা হচ্ছে বাজেট সেগমেন্টে লঞ্চ হবে নতুন Redmi S2।

ভারতে Redmi Y2 এর দাম

দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে নতুন Redmi Y2। এই ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে ৯,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি হবে ১১,৯৯৯ টাকায়। ডার্ক গ্রে, গোল্ড ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

দারুন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ল্যাপটপের নতুন এই চিপসেটেদারুন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ল্যাপটপের নতুন এই চিপসেটে

Best Mobiles in India

Read more about:
English summary
The Xiaomi Redmi Y2 will be seeing an Indian launch at a Xiaomi event today.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X