আজ থেকে বিক্রি শুরু হবে Redmi Y2

By GizBot Bureau
|

গত সপ্তাহে লঞ্চ হয়েছিল কোম্পানির সেলফি ফোন Redmi Y2। লঞ্চের সময় শাওমি জানিয়েছিল ১২ জুন থেকে ভারতে শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যাবে কোম্পানির নতুন এই ফোন। আর সেই কথামতোই আজ থেকে শুরু হয়ে গেল Redmi Y2 এর সেল। এছাড়াও Mi.com ও Mi Home এ এই ফোনের এই ফোন কিনতে পাওয়া যাবে। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের AI সেলফি কেমেরা ও ১৮:৯ ডিসপ্লে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

 
আজ থেকে বিক্রি শুরু হবে Redmi Y2

এই ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা আর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। চিনে এই ফোনটি ইতিমধ্যেই Redmi S2 নামে পাওয়া যায়।

 

প্রথম দিনে ফোন কিনলে ICICI ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৫০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এয়ারটেল গ্রাহকরা পাবেন ১৮০০ টাকা ক্যাশব্যাক আর 250GB অতিরিক্ত ডাটা।

ডিজাইন

এই ফোনটি প্লাস্টিক দিয়ে তৈরী। কিন্তু এই ফোনের ফিল মেটালের মতোই। iPhone X এর মতো দেখতে ফোনের পিছনের ডুয়াল ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

স্পেসিফিকেশান

Redmi Y2 এ আছে ৫.৯৯ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এর সাথেই এই ফোনে আছে জনপ্রিয় Snapdragon 625 চিপসেট। সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কারর্ডের মাধ্যমে যা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi Y2 তে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর রয়েছে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে এই ক্যামেরায়। এছাড়াও 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS, ট্রিপল SIM সিম স্লট আছে এই ফোনে। ফোনের ব্যাটারি 3080 mAh। ফোনে রয়েছে অ্যানড্রয়েড ওরিও ৮.১। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব স্কিন MIUI ৯.৫।

কী ফোন ব্যাবহার করেন বিশ্বে তাবড় রাষ্ট্রনেতারা?কী ফোন ব্যাবহার করেন বিশ্বে তাবড় রাষ্ট্রনেতারা?

Best Mobiles in India

Read more about:
English summary
Redmi Y2 sale go live on Tuesday 12pm

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X