নতুন বছরে জিওর কাছে আমাদের প্রত্যাশা

|

২০১৮ সালে সাফল্যের মুখ দেখেছে জিও। কিন্তু থেকে থাকতে রাজি নন মুকেশ আম্বানি। ২০১৮ সালে একাধিক প্রোডাক্ট ঘোষনা করলেও তা ২০১৯ সালে বাজারে আসবে। এর মধ্যে অন্যতম কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড জিও গিগা ফাইবার। এছাড়াও নতুন বছরে একের পর এক নতুন প্রোডাক্ট নিয়ে আসবে ভারতের অন্যতম জনপ্রিয় কোম্পানিটি। এক নজরে ২০১৯ সালে জিওর প্রোডাক্টগুলি দেখে নেওয়া যাক।

নতুন বছরে জিওর কাছে আমাদের প্রত্যাশা

জিও গিগাফাইবার

২০১৮ সালে বার্ষিক সাধারন সভায় গিগাফাইবার লঞ্চের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকের কাছে হাই স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দেবে জিও। ২০১৮ সালে এই পরষেবা শুরু হলেও ২০১৯ সালে সারা দেশে ছড়িয়ে পরবে জিওর ব্রডব্যান্ড পরিষেবা।

জিও গিগাটিভি

জিও গিগা ফাইবারের সাথেই গ্রাহকের ঘরে একই সাথে পৌঁছাবে জিও গিগাটিভি। এই পরিষেবা ব্যবহারের জন্য নতুন কোন কানেকশান নিতে হবে না। হাই ডেফিনেশান টিভি দেখার জন্য শুধু একটি সেট টপ বক্স প্রয়োজন হবে।

জিওফোন ৩

২০১৭ সালে বাজারে এসেছিল জিওফোন। এরপরে ২০১৮ সালে বাজার কাঁপিয়েছে জিওফোন ২। ২০১৯ সালে বাজারে আসবে জিওফোন ৩। কোম্পানির ফিচার ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও গুগল ম্যাপসের মতো স্মার্টফোনের ফিচার এই ফোনগুলিকে জনপ্রিয় করেছে।

কম দামে বড় স্ক্রিনের স্মার্টফোন

২০১৯ সালে কম দামে একটি বড় স্ক্রিনের স্মার্টফোন নিয়ে আসছে জিও। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই খবর জানা গিয়েছে। একটি মার্কিন ফোন প্রস্তুতকারী সংস্থার সাথে হাত মিলিয়ে এই ফোন বাজারে আনছে মুকেশের কোম্পানি। চেন্নাইয়ের কাছে এক কারখানায় এই ফোন তৈরী হবে।

নতুন সার্ভিস

সম্প্রতি সাভন অ্যাপ কিনে নিয়েছিল জিও। একি ভাবে আরও কিছু স্ট্রিমিং সার্ভিস কিনে গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিতে পারে কোম্পানি।

জিও ভয়েস ওভার ওয়াইফাই সার্ভিস

শিঘ্রই ভয়েস ওভার ওয়াই ফাই ফিচার নিয়ে আসছে জিও। এই ফিচারে Wifi কানেকশান ব্যবহার করে ভয়েস কল করা যাবে।

জিও স্মার্টহোম

জিও গিগাফাইবার কানেকশানের সাথেই মধ্যবিত্তের ঘরে স্মার্টহোম প্রোডাক্ট পৌঁছাবে। তবে এই পরিষেবা ব্যবহারের জন্য আলাদা করে স্মার্টহোম প্রোডাক্টের পিছনে টাকা খরচ করতে হবে।

জিও ৫জি

২০১৯ সালের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৫জি পরিষেবা চালু হবে। এই বছরেই ভারতে লেটেস্ট নেটওয়ার্ক নিয়ে আসতে পারে জিও।

Best Mobiles in India

Read more about:
English summary
Here’s what we can expect from the fastest growing telco in 2019.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X