গ্রাহক বাড়াতে মরিয়া জিও নতুন এই পদক্ষেপ নিতে চলেছে

By Gizbot Bureau
|

সম্প্রতি জিওর গ্রাহক সংখ্যায় ভাঁটা পড়েছে। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে জিওর গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার কমেছে। তাই হাই হাত গুটিয়ে বসে থাকতে নারাজ মুকেশ আম্বানির কোম্পানি। নতুন গ্রাহক টানতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে মুম্বাইয়ের কোম্পানিটি। এই জন্য জিওফোনে একগুচ্ছ আকর্ষণীয় নতুন অফারের সঙ্গেই বাজারে আসছে কম দামের স্মার্টফোন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানা গিয়েছে।

 
গ্রাহক বাড়াতে মরিয়া জিও নতুন এই পদক্ষেপ নিতে চলেছে

পরিষেবার দাম বাড়ানোর কারণে কোম্পানির গ্রাহক প্রতি গড় আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবার নতুন গ্রাহক যোগ করায় জোর দিচ্ছে জিও। প্রসঙ্গত বিগত কয়েক বছরে একাধিকবার ট্যারিফ বাড়িয়েছিল কোম্পানিটি।

 

২০২১ সালের আর্থিক বছরে কোম্পানিতে খুব বেশি নতুন গ্রাহক যোগ দেননি। কোভিড আমলে ডেটা ব্যবহারের প্রবণতা বৃদ্ধির কারণে স্পেকটার্মে উপর বেশি চাপ পড়ছে। ফলে পরিষেবা অনেক জায়গায় বিঘ্নিত হয়েছে। তাই অনেক গ্রাহক জিও ব্যবহার বন্ধ করেছেন। এছাড়াও দিল্লিতে কৃষক আন্দোলন চলার সময় অনেক আন্দোলনকারী প্রতিবাদের ভাষা হিসাবে জিও ব্যবহার বন্ধ করেছিলেন।

কম দামে স্মার্টফোন লঞ্চের সঙ্গে নতুন গ্রাহক টানতে জিওফোনে আকর্ষণীয় অফার নিয়ে আসবে জিও।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে জিওফোনের নতুন অফার ও কম দামে জিওর নতুন স্মার্টফোন লঞ্চের কারণে অনেক নতুন গ্রাহক জিও ব্যবহার শুরু করতে পারেন, এর পরেই ফের একবার পরিষেবার দাম বাড়াতে পারে জিও। ২০২২ আর্থিক বছরের শেষে ফের দাম বাড়তে পারে।

অন্যদিকে ব্রডব্যান্ড দুনিয়ায় বিপুল পরিমাণ গ্রাহক প্রতিযোগী ভারতি এয়ারটেলের সঙ্গে যুক্তি হওয়ার কারণে নরুন গ্রাহক টানতে আরও মরিয়া হয়ে উঠেছে মুকেশ আম্বানির কোম্পানি। এখন দেখার নতুন উপায়ে কতটা সফল হয় জিও।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Affordable Smartphone Strategy Aims To Get More Subscribers: Report

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X