Just In
Don't Miss
গোটা দেশে ১,৬০০ শহরে আসছে জিও গিগাফাইবার
অবশেষে লঞ্চ হছহে জিওর ফাইবার ব্রডব্যান্ড কানেকশান জিও গিগাফাইবার। করেক বছর গোটা দেশে বিটা টেস্টিং এর পরে গোটা দেশের ১,৬০০ টি শহরে গিগাফাইবার কানশান নিয়ে আসছে জিও। গৃহস্থ ও বাণিজ্যিক কাজে এই ব্রইডব্যান্ড কানেকশান ব্যবহার করা যাবে।
রিলায়েন্স ইন্ডাসট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টার মুকেশ আম্বানি জানিয়েছেন, “মোবাইল নেটওয়ার্ক ব্যবসায় বিশাল সাফল্যের পর এবার গোটা দেশের সব বাড়িতে বিশ্বমানের ব্রডব্যান্ড কানেকশান পৌঁছে দিতে চায় জিও।”
তিনি আরও বলেন, “ভারতে ডিলিটার বিপ্লবে ইতিমধ্যেই বড় ভুমিকা নিয়েছে জিও মোবাইল নেটওয়ার্ক। এবার সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে জিও গিগাফাইবার ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস।”
২০১৮ সালের অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় জিও গিগাফাইবার লঞ্চের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। গিগা ফাইবার জিওর ফাইবার টু হোম ব্রডব্যান্ড সার্ভিস। এই সার্ভিসে গ্রাহকের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশানের সাথে যাবে গিগা টিভি আর স্মার্ট হোম পরিষেবা। গিগা টিভি সেট টপ বক্স ব্যবহার করে গিগাফাইবারের মাধ্যমে গিগা টিভি দেখা যাবে। গিগাফাইবার কানেকশানে সর্বোচ্চ 1Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে।
ইতিমধ্যেই দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা ও গুরুগ্রামের একাধিক এলাকাতে বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে জিও। প্রধানত পরীক্ষামূলকভাবে এই কানেকশানগুলি দেওয়া হয়েছে। টেলিকম সার্ভিস লঞ্চের সময়েও একই রকমের প্রিভিউ অফার লঞ্চ করেছিল জিও। প্রিভিউ অফারে 100 Mbps স্পিডে মাসে 100 GB ডাটাব্যবহার করা যাবে। প্রথম তিন মাস গ্রাহকরা এই ডাটা বিনামূল্যে পাবেন বলে জানা গিয়েছে। টেলিকম সার্ভিসের মতোই পরে ব্রডব্যান্ড সার্ভিসে এই প্রিভিউ অফারের মেয়াদ বাড়াতে পারে জিও।
এছাড়াও মুকেশ আম্বানি জানিয়েছেন এই প্রথম জিও মোবাইল নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা ৩০ কোটি ছাড়ালো। ২০১৮-১৯ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করার সময় এই কথা জানিয়েছেন মুকেশ। গত আর্থিক বছরে মোট ৩৮,৮৩৮ কোটি টাকা লাভ করেছে জিও।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190