Jio এফেক্টঃ Vodafone এর নতুন অফারে ৫ ঘন্টার জন্য আনলিমিটেড 3G/4G

Vodafone এর নতুন আনলিমিটেড ডেটা প্ল্যানের সব খবর।

|

ভারতের সবথেকে বড় টেলিকম সার্ভিস প্রোভাইডার Vodafone বাজারে আনলো তাদের নতুন আনলিমিটেড ডেটা প্ল্যান সুপারনাইট। যার মাধ্যমে গ্রাহকরা ৫ ঘন্টার জন্য আনলিমিটেড 3G/4G ব্যাবহার করতে পারবেন। শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরাই উপভোগ করতে পারবেন এই প্ল্যানের মজা।

Jio এফেক্টঃ ডেটার দাম কমালো Vodafone

গত ১৯শে জুন থেকে এই প্ল্যান বাজারে এনেছে ব্রিটিশ কম্পানিটি। প্ল্যান অনুযাই দিনের যেকোনো সময়ে ২৯ টাকা দিয়ে রিচার্জ করালে সেই রাতে রাত ১টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড 3G/4G ব্যাবহার করতে পারবেন গ্রাহকরা।

নতুন এই প্ল্যান লঞ্চের সময় কম্পানির চিফ করার্শিয়াল অফিসার সন্দীপ কাতারিয়া বলেন, ”গ্রাহকদের কাছে আমরা এই প্ল্যান পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। কোম্পানির বাকি 'সুপার’ প্রোডাক্টগুলির মতোই এই প্ল্যানেও ডেটা ব্যাবহারের জন্য গ্রাহকদের পকেটের কথা ভাবতে হবেনা। আজকের যুব সমাজের জীবনের কেন্দ্রবিন্দু মোবাইল ফোন। মোবাইল তাদের যেমন কাজের সঙ্গী তেমনি অবসরের বিনোদন। আর ডেটার মাধ্যমেই সেগুলি করা সম্ভব।

তিনি আরও বলেন, “একটি নির্দিস্ট সামান্য টাকার বিনিময়ে এই 'সুপারনাইট’ প্ল্যানএর মাধ্যেমে গ্রাহকরা রাতে ৫ ঘন্টা ধরে ব্যাবহার করতে পারবেন হাই স্পিড ইন্টারনেট। এই মাধ্যে গ্রাহকরা কোনো চিন্তা ছাড়াই ব্যাবহার করতে পারবেন Vodafone এর সেরা সুপারনেট 4G।

এর মাধ্যেমে Vodafone Play থেকেও বিভিন্ন জিনিস ডাউনলোড করা যাবে। যেকনো ডিজিটাল চ্যানেল এবং রিটেল স্টোরে পাওয়া যাবে এই সুপারনাইট প্ল্যান। এছাড়াও *444*4# ডায়াল করেও গ্রাহকরা চালু করতে পারবেন প্ল্যানটি।

গত কয়েক বছরে তাদের ইন্টারনেট সার্ভিস 'সুপারনেট' এ অনেক টাকা লগ্নি করেছে Vodafone। যার মাধ্যেমে গোটা দেশে Vodafone এর নেটওয়ার্কে HD call আর High Speed Internet এর সুবিধা পান গ্রাহকরা।

Best Mobiles in India

Read more about:
English summary
India's second largest telecom service provider Vodafone has announced its new tariff plan called SuperNight, in which the customers will get unlimited 3G/4G data and download for five hours.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X