২,৫০০ টাকায় ব্রডব্যান্ড হাই স্পিড ব্রডব্যান্ড নিয়ে এল জিও

By Gizbot Bureau
|

জিও গিগাফাইবারে নতুন প্ল্যান নিয়ে হাজির হল মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিডে প্ল্যান পাওয়া যাবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে পরীক্ষামুলকভাবে গিগাফাইবার পরিষেবা শুরু করেছে জিও। কিন্তু সেই প্ল্যানে ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে। থাকছে ১০০ এমবিপিএস কানেকশন। কানেকশন ছেড়ে দিলে এই টাকা ফিরে পাবেন গ্রাহক।

২,৫০০ টাকায় ব্রডব্যান্ড হাই স্পিড ব্রডব্যান্ড নিয়ে এল জিও

নতুন রিপোর্টে জানা গিয়েছে ২,৫০০ টাকা ডিপোজিটের নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও গিগাফাইবার। এই প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সম্প্রতি টেলিকম টক ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

অর্থাৎ আরও বেশি মানুষের কাছে গিগাফাইবাই পৌঁছে দিতে সিকিউরিটি ডিপোজিটে ২,০০০ টাকা ছাড় দিচ্ছে জিও। তবে ১০০ এমবিপিএস এর পরিবর্তে ৫০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে এই প্ল্যানে।

২০১৮ সালের জুলাই মাসে জিও গিগাফাইবারের সুচনা হয়েছিল। গোটা দেশের ১,১০০ শহরে এই ফাইবার ব্রডব্যান্ড কানেকশন পৌঁছে দেবে জিও। একই কানেকশনে ব্রডব্যান্ড, টিভি ও ল্যান্ড লাইন কানেকশন পাওয়া যাবে।

মাসে ৬০০ টাকা থেকে এই প্ল্যান শুরু হচ্ছে। এছাড়াও জিও গিগাফাইবার স্মার্ট হোম নেটওয়ার্কে একসাথে ৪০ টি ডিভাইস কানেক্ট করা যাবে। এর জন্য মাসে ১,০০০ টাকা খরচ হবে। ৬০০ টাকার ট্রিপল কম্বো প্যাকে থাকছে ৬০০ টি লাইভ চ্যানেল, ১০০ এমবিপিএস স্পিডে ব্রডব্যান্ড আর একটি ফিক্সড লাইন সার্ভিস। এর সাথেই স্মার্ট হোম নেটওয়ার্কে যোগ দিতে পারবেন গ্রাহক। তার জন্য মাসে কিছু টাকা বেশি খরচ হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষামুলকভাবে জিও গিগাফাইবার পরিষেবা শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করেনি জিও।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio GigaFiber comes at Rs. 2,500 security deposit

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X