২০২১ সালে কেমন পারফর্ম করল রিলায়েন্স জিও? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

By Gizbot Bureau
|

দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম প্রোভাইডার রিলায়েন্স জিও। করোনা অতিমারির সময়েও এই কোম্পানির বৃদ্ধি হয়েছে। বিগত কয়েক বছরে একের পর এক টেলিকম কোম্পানি টিকে থাকার জন্য লড়াই চালিয়ে গেলেও রিলায়েন্স জিও ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যেই ফেসবুক, গুগল, কোয়ালকমের মতো বিশ্বের তাবড় কোম্পানিগুলি রিলায়েন্সের মালিকানা কিনেছে।

২০২১ সালে কেমন পারফর্ম করল রিলায়েন্স জিও? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ

মাত্র পাঁচ বছরে জিও যা করে দেখিয়েছে তা বিশ্বের খুব কম টেলিকম কোম্পানির পক্ষেই সম্ভব। কম দামে ৪জি পরিষেবা দিয়ে ভোডাফোন ও এয়ারটেলের মতো কোম্পানিগুলিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জিও। এক নজরে দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নিন।

রেকর্ড গ্রাহক সংখ্যা

২০২১ সালের অক্টোবরে ১৭.৬ লক্ষ নতুন গ্রাহক জিওতে যোগ দিয়েছেন। যা ভি ও এয়ারটেলে যোগ দেওয়া গ্রাহক সংখ্যার যোগফলের বেশি। যা ভারতের বাজারে জিওর অবস্থান আরও মজবুত করেছে। এই মুহূর্তে জিওর গ্রাহক সংখ্যা ৪২.৬৫ কোটি। চলতি বছরের সেপ্টেম্বরে ১.৯ কোটি গ্রাহক জিও ছেড়ে চলে গিয়েছিলেন। ২০১৬ সালে লঞ্চের পরে প্রথম এই ধরনের বড়সড় গ্রাহকসংখ্যা হ্রাস অভিজ্ঞতা করেছিল জিও। সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে ভি, এয়ারটেল ও জিও। প্ল্যানের দাম বাড়ার পরেই সবথেকে সস্তা প্ল্যান দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি।

কোম্পানির মূল্য

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারতের সবথেকে মূল্যবান দশটি কোম্পানির সাতটির দাম বেড়েছে। এর মধ্যে সবথেকে বেশি লাভবান হয়েছে জিও। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূল্য ১,৩৫,২০৪.৪৬ কোটি টাকা থেকে বেড়ে ১৬,৬২,৭৭৯.৬৩ কোটি টাকা হয়েছে। তালিকায় HDFC ব্যাঙ্ক, TCS, Bharti Airtel এর মতো একাধিক নাম পিছনে ফেলে দিয়েছে রিলায়েন্স।

প্রোডাক্ট

চলতি বছরেই বাজারে এসেছে জিওর সস্তা ৪জি স্মার্টফোন জিওফোন নেক্সট। বাজেট সেগমেন্টে ৪জি ফোন লঞ্চ করে জিওফোনের ধারা চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মুম্বইয়ের কোম্পানিটি। এছাড়াও শীঘ্রই ভারতে ৫জি পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরু করবে জিও।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio In 2021: Users, Valuation, Products, Revenue

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X