দেশের কৃষকদের জন্য নতুন মোবাইল অ্যাপ নিয়ে এল জিও

By Gizbot Bureau
|

এবার কৃষকদের জন্য নতুন অ্যাপ নিয়ে হাজির হল জিও। নতুন 'কৃষি’ অ্যাপ ব্যবহার করে কৃষকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। এই অ্যাপের বিভিন্ন তথ্য চাষিদের ফলন বাড়াতে সাহায্য করবে। পোকামাকড়ের উৎপাত থেকে রেহাই পেতে সাহায্য করবে এই অ্যাপ। আপাতত অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে স্টোর থেকে জিও-র নতুন 'কৃষি’ অ্যাপ ইন্সটল করতে পারবেন।

দেশের কৃষকদের জন্য নতুন মোবাইল অ্যাপ নিয়ে এল জিও

কীভাবে কাজ করবে জিও কৃষি অ্যাপ?

চাষের বিভিন্ন উপায় সম্পর্কে স্পষ্ট ধারনা দেবে নতুন কৃষি অ্যাপ। অ্যাপের তথ্য চাষের সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ফসলের ক্ষতি কমাতে বিভিন্ন পোকামাকড় সম্পর্কে জানিয়ে দেবে এই অ্যাপ।

বছরের কোন সময়ে কোন পোকার আক্রমণ বাড়ে তা জানাবে এই অ্যাপ। নতুন অ্যাপ ব্যবহার করে কত ফসল ক্ষতির হাত থেকে বেঁচেছে সেই তথ্যও জানাবে জিও কৃষি।

পোকামাকড়ের তথ্য ছাড়াও নিয়মিত ফসলে জল দেওয়ার কথা মনে করিয়ে দেবে এই অ্যাপ। সঙ্গে এই অ্যাপ থেকে আবহাওয়ার তথ্য জানা যাবে।

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। এই মুহূর্তে ৩০ কোটির বেশি গ্রাহক জিও ব্যবহার করেন। বিশাল এই গ্রাহকদের কাজে লাগিয়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে প্রবেশ করতে চাইছেন মুকেশ আম্বানি।

ভারতের বেশিরভাগ চাষি ছোট জমিতে চাষ করেন। দেশের বহু মানুষ স্মার্টফোন ব্যবহার শুরু করলেও চাষিরা এখনো ফিচার ফোন ব্যবহার করেন। অনেক চাষি এখনও ফোন ব্যবহার শুরু করেননি। চাষিদের মধ্যে এই অ্যাপ কতটা জনপ্রিয়তা পায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

৩১ জানুয়ারি প্লে স্টোরে এই অ্যাপ শুরু করেছে জিও। এখনও আর্লি অ্যাকসেস পর্যায়ে এই অ্যাপ রয়েছে। সকলের জন্য এই অ্যাপ লঞ্চ হলে আরও নতুন ফিচার যোগ হতে পারে।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio is set out to launch a couple of new features. Here’s one dedicated to farmers called the Jio Krishi app. It aims to help farmers make data-driven decisions, especially with pests and irrigation.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X