লকডাউনে ভোডাফোন ও এয়ারটেলের থেকে অতিরিক্ত কী সুবিধা দিচ্ছে জিও?

By Gizbot Bureau
|

লকডাউনের কারণে গ্রাহকের বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও। সম্প্রতি একই সিদ্ধান্ত নিয়েছিল এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। যদিও নির্বাচিত গ্রাহকের ভ্যালিডিটি বাড়িয়েছিল এই দুই কোম্পানি। অন্যদিকে লকডাউনে কোম্পানির সব গ্রাহকের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও। লকডাউনের সময় প্ল্যানের বৈধতা শেষ হলেও বিনামূল্যে ইনকামিং কল পরিষেবার পাবেন জিও গ্রাহকরা।

লকডাউনে ভোডাফোন ও এয়ারটেলের থেকে অতিরিক্ত কী সুবিধা দিচ্ছে জিও?

৩ মে পর্যন্ত লকডাউন চলবে। এই কারণে লকডাউনের মধ্যে যে সব গ্রাহকের ভ্যালিডিটি শেষ হবে সবাইকে ৩ মে পর্যন্ত বিনামূল্যে ইনকামিং কল পরিষেবা দেবে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। যদিও সব গ্রাহক এই সুবিধা পাবেন না। শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গ্রাহকদের এই সুবিধা দেবে এই দুই কোম্পানি।

অন্যদিকে সব গ্রাহককেই অতিরিক্ত বৈধতা দেওয়ার ঘোষণা করেছে জিও। এছাড়াও একাধিক প্ল্যানে ডবল ৪জি ডেটা দিচ্ছে মুম্বাইয়ের কোম্পানিটি। ১১ টাকা, ২১ টাকা, ৫১ টাকা ও ১০১ টাকা প্ল্যানে অতিরিক্ত নন জিও টকটাইম ও দ্বিগুণ ডেটা পাবেন জিও প্রিপেড গ্রাহকরা। গ্রাহকের প্ল্যানের উপরে কাজ করবে এই অতিরিক্ত টকটাইম ও ডেটা।

এছাড়াও ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ঢালাও অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। ইতিমধ্যেই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সব প্ল্যানে দ্বিগুণ ডেটা দেওয়া হবে। মাই জিও অ্যাপের ভাউচার রিডিম করে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি রিচার্জের দোকান বন্ধ থাকার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জিও। সামনে এসেছে জিও পিওএস লাইট অ্যাপ। এই অ্যাপ ইন্সটল করে জিও নম্বর রিচার্জ করলে বিশেষ কমিশন মিলবে। এর ফলে একদিকে যেমন জিও গ্রাহকরা সহজের প্রতিবেশী ও প্রিয়জনের কাছ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, অন্যদিকে কিছু গ্রাহক লকডাউনের সময় জিও নম্বর রিচার্জ করে রোজগার করতে পারবেন।

জিও পিওএস লাইট অ্যাপ ব্যবহার করে জিও নম্বর রিচার্জ করলে ৪.১৬% কমিশন দেবে জিও। ৩৯৯ টাকা জিও রিচার্জ করলে ১৭ টাকা রোজগার করা যাবে।

এই কমিশন জিও পিওএস ওয়ালেটে যোগ হয়ে যাবে। ওয়ালেটের টাকা দিয়ে পরে রিচার্জ করা যাবে। বিগত ২০ দিনের কমিশনের হিসাব রাখার জন্য থাকছে বিশেষ পাশবুক।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Link Offering Best 4G Data Plans With 5GB Daily Data, More

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X