কবে আসছে ৫জি জিওফোন?

By Gizbot Bureau
|

কবে ভারতে ৫জি নেটওয়ার্ক পৌঁছাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে ২০২১ সালের আগে কোন ভাবেই ভারতে নতুন জেনারেশানের নেটওয়ার্ক প্রযুক্তি পৌঁছাবে না। ২০২১ সালের পরেই ভারতে ৫জি নেটওয়ার্ক ও স্মার্টফোন পৌঁছাতে শুরু করবে। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে এই কথা জানিয়েছে কাউন্টারপয়েন্ট।

কবে আসছে ৫জি জিওফোন?

রিপোর্টে জানানো হয়েছে ভারতে সবার আগে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করতে চায় জিও। জিও ৫জি নেটওয়ার্কে বেশি জোর দিলেও আপাতত ৪জি নেটওয়ার্কেই মনোনিবেষ করে চায় এয়ারটেল ও ভোডাফোনের মতো কোম্পানিগুলি। LTE থেকে LTE A Pro নেটওয়ার্কে যেতে চায় কোম্পানিগুলি। IoT ডিভাইস সাপোর্টে বড় ভুমিকা নেবে নতুন এই নেটওয়ার্ক প্রযুক্তি।

২০১৯ সালেই ৫জি নেটওয়ার্ক ট্রায়াল রান শুরু করবে জিও। ২০২০ সালে ভারতে ৫জি স্পেকটার্ম নিলাম হতে পারে। ভারতে ৫জি নেটওয়ার্ক লঞ্চের পরেই ৫জি জিওফোন লঞ্চ করতে পারে কোম্পানি। এখনই জিওফোন ও জিওফোন ২ দুটি ফিচার ফোনেই ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে।

ইতিমধ্যেই ৫জি নেটওয়ার্ক সাপোর্ট সহ স্মার্টফোন লঞ্চ হতে শুরু করেছে বিশ্বজুড়ে। মি মিক্স জি ফোনে পাওয়া যাবে ৫জি সাপোর্ট। এছাড়াও ইতিমধ্যেই ৫জি ফোন লঞ্চের ঘোষণা করেছে ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি, হুওয়াওয়েই এর মতো কোম্পানিগুলি। ২০১৯ সালের শেষে এই সব কোন্মপানির ৫জি স্মার্টফোন বাজারে চলে আসবে।

২০২১ সালে ভারতে ৫জি নেটওয়ার্ক লঞ্চের পরে শাওমি, জিও, ভিভো, ওপ্পো মিডরেঞ্জ সেগমেন্টে ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রিমিয়াম সেগমেন্টে ৫জি স্মার্টফোন লঞ্চ করবে ওয়ানপ্লাস, অ্যাপেল, স্যামসাং, হুওয়ায়েই এর মতো কোম্পানিগুলি।

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাণিজ্যিক ৫জি নেটওয়ার্ক শুরু হবে। এর পরে ধীরে ধীরে গোটা দুনিয়ায় ছড়িয়ে পরবে নতুন প্রজন্মের নেটওয়ার্ক।

Best Mobiles in India

Read more about:
English summary
5G will possibly come to India by 2021 and not any time before that.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X