এয়ারটেল কে টপকে দুই নম্বরে উঠে এল জিও

By Gizbot Bureau
|

মাত্র আড়াই বছরে জয়জয়কার। এয়ারটেল কে টপকে লঞ্চের আড়াই বছরের মধ্যেই ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিল মুকেশের জিও। রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসের শেষে জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৩০.৬ কোটি। ডিসেম্বর মাসের শেষে এয়ারটেলের গ্রাহক সনহগখ্যা ছিল ২৮.৪ কোটি। অর্থাৎ গ্রাহক সংখ্যার বিচারে ২০১৮ সালের শেষে এয়ারটেলকে টপকে গিয়েছে জিও। তবে গ্রাহক সংখ্যার নিরিখে এক নম্বরে রয়েছে ভোডাফোন আইডিয়া।

এয়ারটেল কে টপকে দুই নম্বরে উঠে এল জিও

জিওর সাথে প্রতিযোগিতার টিকে থাকতে ২০১৮ সালে এক হয়ে গিয়েছিল ভোডাফোন ও আইডিয়া। তখন থেকেই দেশের এক নম্বর অপারেটারের তকমা ধরে রেখেছে এই কোম্পানি। এই মুহুর্তে ভারতে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা ৩৮.৭ কোটি।

তবে জিওর কাছে বিপুল হারে নিয়মিত গ্রাহক হারাচ্ছে ভোডাফোন। টেলিকম বিশেষজ্ঞরা জানাচ্ছেন এইভাবে চলতে থাকলে ২০১৯ সালের শেষেই ভোডাফোন আইডিয়াকে টপকে দেশের এক নম্বর নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নেবে মুকেশ আম্বানির জিও।

পভোডাফোন আইডিয়ার এক হয়ে যাওয়ার আগে প্রায় দুই দশক ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রেখেছিল সুনীল মিত্তালের এয়ারটেল।

২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতে বানিজ্যিকভাবে ব্যবসা শুরু করেছিল জিও। শুরু থেকে অবিশ্বাস্য দামে ডেটা ও ভয়েস কলের অফার দিয়ে গ্রাহকের মন কেড়েছিল মুম্বাই এর কোম্পানিটি। এই বছর জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে ২.৭ কোটি নতুন গ্রাহক জিও ব্যবহার শুরু করেছেন। ২০১৮ সালে জিও নেটওয়ার্কে ১২ কোটি নতুন গ্রাহক যোগ দিয়েছিলেন।

তবে শুধুমাত্র স্মার্টফোন গ্রাহক নয়, ৪জি নেটওয়ার্কে ফিচার ফোন গ্রাহকেও ছক্কা হাঁকিয়েছে জিও। কোম্পানির ফিচারফোন জিও ফোন ও জিও ফোন ২ ইতিমধ্যেই ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় ফিচার ফোনের তকমা ছিনিয়ে নিয়েছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Mukesh Ambani’s Reliance Jio has overtaken Bharti Airtel's subscriber base to emerge as the second-largest telecom company in the country.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X