এক নজরে জিওফোনের সব প্রিপেড প্ল্যান

|

স্মার্টফোনের জন্য আলাদা প্ল্যান থাকলেও কোম্পানির ৪জি ফিচারফোন জিওফোনের জন্য বাজারে রয়েছে জিও প্রিপেড প্ল্যান। জিওফোন ও জিওফোন ২ প্রিপেড গ্রাহকদের জন্য এই মুহুর্তে বাজারে রয়েছে তিনটি আলাদা প্ল্যান। মাসে ৪৯ টাকা থেকে ১৫৩ টাকা পর্যন্ত বিভিন্ন দামে এই প্ল্যানগুলি পাওয়া যায়। এই তিনটি প্ল্যান সিম কার্ড জিওফোন অথবা জিওফোন ২ তে লাগানো থাকলেই কাজ করবে। সবকটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

এক নজরে জিওফোনের সব প্রিপেড প্ল্যান

একই ভ্যালিডিটি হলেও ৪৯ টাকা, ৯৯ টাকা ) ১৫৩ টাকা প্ল্যানে আলাদা সুবিধা পাবেন জিওফোন গ্রাহকরা। এই তিনটিন প্ল্যানে মাসে 1GB থেকে 42GB পর্যন্ত ডাটা দেবে জিও।

জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান

৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 1GB ডাটা পাবেন। সাথে থাকছে এনলিমিটেড কল আর মোট ৫০টি SMS এর সুবিধা ৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান

৯৯ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহক মোট 14GB ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ 500MB ডাটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ৩০০ টি SMS। ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

জিওফোনের ১৫৩ টাকা প্রিপেড প্ল্যান

এটি জিওফোনের সব থেকে দামী প্ল্যান। ১৫৩ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 42GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দিনে সর্বোচ্চ 1.5GB ডাটা ব্যভার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। ১৫৩ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

তিনটি প্ল্যানেই ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio offers a validity period of 28 days each to its prepaid subscribers in the three JioPhone prepaid plans (Rs. 49, Rs. 99 and Rs. 153).

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X