Just In
- 47 min ago
লঞ্চ হল ভিভো ভি১৭, দাম ও ফিচারগুলি দেখে নিন
- 4 hrs ago
একাধিক ওয়ানপ্লাস ফোনে শুরু হল দুর্দান্ত অফার
- 8 hrs ago
পকেটে রাখুন এমআধার অ্যাপ, আধার কার্ড থাকুক বাড়িতে
- 1 day ago
গুগল ফটোসে যুক্ত হচ্ছে নতুন এই ফিচার
Don't Miss
এক নজরে জিওফোনের সব প্রিপেড প্ল্যান
স্মার্টফোনের জন্য আলাদা প্ল্যান থাকলেও কোম্পানির ৪জি ফিচারফোন জিওফোনের জন্য বাজারে রয়েছে জিও প্রিপেড প্ল্যান। জিওফোন ও জিওফোন ২ প্রিপেড গ্রাহকদের জন্য এই মুহুর্তে বাজারে রয়েছে তিনটি আলাদা প্ল্যান। মাসে ৪৯ টাকা থেকে ১৫৩ টাকা পর্যন্ত বিভিন্ন দামে এই প্ল্যানগুলি পাওয়া যায়। এই তিনটি প্ল্যান সিম কার্ড জিওফোন অথবা জিওফোন ২ তে লাগানো থাকলেই কাজ করবে। সবকটি প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
একই ভ্যালিডিটি হলেও ৪৯ টাকা, ৯৯ টাকা ) ১৫৩ টাকা প্ল্যানে আলাদা সুবিধা পাবেন জিওফোন গ্রাহকরা। এই তিনটিন প্ল্যানে মাসে 1GB থেকে 42GB পর্যন্ত ডাটা দেবে জিও।
জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান
৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 1GB ডাটা পাবেন। সাথে থাকছে এনলিমিটেড কল আর মোট ৫০টি SMS এর সুবিধা ৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
জিওফোনের ৪৯ টাকা প্রিপেড প্ল্যান
৯৯ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহক মোট 14GB ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ 500MB ডাটা ব্যবহার করা যাবে এই প্ল্যানে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ৩০০ টি SMS। ৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
জিওফোনের ১৫৩ টাকা প্রিপেড প্ল্যান
এটি জিওফোনের সব থেকে দামী প্ল্যান। ১৫৩ টাকা প্ল্যানে জিওফোন গ্রাহকরা মোট 42GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দিনে সর্বোচ্চ 1.5GB ডাটা ব্যভার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, দিনে ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। ১৫৩ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
তিনটি প্ল্যানেই ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090