গত দুই মাসে কতটা কমেছে জিওর স্পিড?

By GizBot Bureau
|

কমছে জিওর স্পিড। এমনটাই জানালো টেলিকম রেগুলেটার অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। এই নিয়ে পরপর দুই মাস ধরে কমলো জিওর ডাটা স্পিড। গত দুই মাসে ৩৩% স্পিড কমেছে রিলায়েন্স জিওর। এমনটাই জানানো হয়েছে ট্রাই এর মাইস্পিড অ্যাপ এ। দুই মাস আগে জিওর স্পিড ছিল 21.3 Mbps। এপ্রিল মাসে সেই স্পিড কমে হয়েছে 14.7 Mbps।

 
গত দুই মাসে কতটা কমেছে জিওর স্পিড?

যদিও 4G ডাউনলোড স্পিডে এখনো এক নম্বরে রয়েছে জিও। দুই নম্বরে রয়েছে ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেল। এপ্রিল মাসে এয়ারটেলের স্পিড ছিল 8.8 Mbps। ডাউনলোড স্পিডের নিরিখে ভারতে তিন নম্বরে রয়েছে আইডিয়া। আর চার নম্বরে ভোডাফোন। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে জিওর প্রতিযোগি সব কোম্পানিই নিজেদের স্পিড ধরে রাখতে সক্ষম হয়েছে। এর মধ্যেই গত দুই মাসে ৩৩% স্পিড কমেছে মুকেশ আম্বানির কোম্পানির।

 

যদিও আপ্লোড স্পিডে এখন ভারতে এক নম্বরে রয়েছে আইডিয়া। আইডিয়ার আপলোড স্পিড 6.5 Mbps। এর পরেই আপলোড স্পিডে দুই নম্বরে আছে ভোডাফোন। এই লিস্টে তিন নম্বরে জিও আর চারে আছে এয়ারটেল।

এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও জিওর মধ্যে এখন প্রতিযোগিতা তুঙ্গে। একে পপ্রকে টক্কর দিতে রোজই নতুন প্ল্যান আনছে এই নেটওয়ার্কগুলি। এর উপরেই চলছে ফ্রি দিয়ে গ্রাহকের মন জয়ের কাজ। বিনামূল্যে অতিরিক্ত ডাটা ও ক্যাশব্যাকের মতো অফার দিয়েও গ্রাহক টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোবাইল নেটওয়ার্কগুলি।

মশা মারার যন্ত্র ও স্কুটার লঞ্চ করল শাওমিমশা মারার যন্ত্র ও স্কুটার লঞ্চ করল শাওমি

কিছুদিন আগেই এক রিপোর্টে জানানো হয়েছে গ্রাহক সংখ্যার নিরিখে ভারতের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। মোট গ্রাহক সংখ্যার নিরিখে ভারতে দুই নম্বরে আছে ভোডাফোন। এই লিস্টে তিন নম্বরে আছে আইডিয়া সেলুলার। আর প্রথম তিনের ঠিক বাইরে চার নম্বরে মুকেশ আম্বানির জিও। গত ডিসেম্বরে সবথেকে বেশি স্পিড পাওয়া গিয়েছিল জিও নেটওয়ার্কে। ট্রাই জানিয়েছে সেই মাসে জিওতে 25.6 Mbps স্পিড পাওয়া গিয়েছিল।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio’s 4G speeds have fallen each month and according to TRAI’s latest report.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X