Just In
- 21 hrs ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 1 day ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 2 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 3 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
৫জি লঞ্চের আগে জিওর পরিকল্পনা জেনে নিন
ইতিমধ্যেই ভারতে ৩০ কোটির বেশি গ্রাহক জিও ব্যবহার করেন। মাত্র আড়াই বছরে এই বিশাল সাফল্যের মুখ দেখেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি। ইতিমধ্যেই এই বিশাল সাফল্যের কথা তুলে ধরে টিভিতে বিজ্ঞাপন দিতে শুরু করেছে। সারা ভারতে ৪জি নেটওয়ার্ক লঞ্চ করে ভারতের টেলিকম জগতে বিল্পব এনেছিল জিও। এবার ভারতের প্রথম ৫জি নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে মুম্বাই এর কোম্পানিটি।
রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে ভারতে ৫জি পরিষেবা নিয়ে আসবে রিলায়েন্স জিও। সম্প্রতি কোম্পানির পরিষেবা ব্যবহারের জন্য মাসিক রিচার্জ বাধ্যতামুলক করেছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। এর ফলে আরও বেশি গ্রাহক জিও নেটওয়ার্কের দিকে ঝুঁকতে শুরু করেছেন।
রিপোর্ট অনুযায়ী এই মাসের শেষে টানা ছয় মাস লাভের মুখ দেখবে জিও। মোট ৮৪০ কোটি টাকা লাভ করতে পারে মুকেশের জিও। যা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা জানাচ্ছে এয়ারটেল ও ভোডাফোন কোনভাবে লাভের মুখ দেখতে শুরু করলে তা জিওর পক্ষে খারাপ সংকেত হতে চলেছে। এই ঘটনা সত্যি হলে আগামী ৯-১০ মাসে বাজারের দখল নিতে সমস্যায় পড়তে হতে পারে জিও কে। জানুয়ারি মাসের শেষে প্রায় ৩৪ কোটি গ্রাহক ভারতে এয়ারটেল ব্যবহার করতে পারতেন।
গত বছর শিসেম্বর মাসের তুলনায় এই বছর জানুয়ারি মাসে এয়ারটেলের গ্রাহক সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আইডিয়ার সাথে মিলে গিয়ে ভারতের এক নম্বর মোবাইল নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছে ভোডাফোন। এর আগে এয়ারটেল ভারতের এক নম্বর নেটওয়ার্ক ছিল। গত বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল ভোডাফোন ও আইডিয়া।
এছাড়াও ২০১৯ সালে ফাইবার প্রবব্যান্ড পরিষেবা গিগাফাইবার লঞ্চ করবে জিও। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে টেলিকম ব্যবসায় প্রবেশ করেছিল জিও। এর পর থেকে ভারতে টেলিকম জগতে প্রিষেবার দাম হুহু করে কমে যায়।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190