২৫ মাসে ২৫ কোটি গ্রাহক! জিওর আয় শুনলে মাথা ঘুরে যাবে

|

লঞ্চের ২৫ মাসের মধ্যেই ২৫ কোটি গ্রাহক সংখ্যায় পৌঁছাল জিও। ২০১৮ সাথে দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৩.৭ কোটি নতুন গ্রাহক জিও নেটওয়ার্কে যোগ দিয়েছেন। এই মুহুর্তে মোট জিও গ্রাহক সংখ্যা ২৫.২৩ কোটি। ভারতে তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক জিও। এর সাথেই ডেন নেটওয়ার্ক ও হ্যাথওয়ে কেবেলের একটি বিরাট অংশ কিনে নেবে মুকেশ আম্বানির কোম্পানি।

২৫ মাসে ২৫ কোটি গ্রাহক! জিওর আয় শুনলে মাথা ঘুরে যাবে

“২৫ কোটি গ্রাহকের লক্ষ্যমাত্র ছুঁতে পেরে আমরা খুশি।” বলে জনিয়েছেন মুকেশ আম্বানি। কোম্পানি জানিয়েছে ২০১৮ সালে দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহকরা মাসে গড়ে 11GB ডাটা ব্যবহার করেছেন। মাসে গড়ে ৭৬১ মিনিট ফোনে কথা বলেছে কোম্পানির প্রতিটি গ্রাহক। এই সময়ে মোট ৭৭১ কটি GB ডাটা ব্যবহার করেছে জিও গ্রাহকরা। আর ৪১০ কোটি ঘন্টা ভিডিও দেখেছেন জিও গ্রাহকরা।

পাশাপাশি রেভিনিউ উপার্জনেও নজির গড়ে ফেলেছে জিও ৷ কোয়ার্টারলি কনসলিডেট রেভিনিউ দাঁড়িয়েছে ১৫৬.২৯১ কোটি টাকা ৷ যেটা কোয়ার্টালি বৃদ্ধির হিসেবে রেকর্ড ৫৪.৫ শতাংশ বেড়েছে ৷ এই কোয়ার্টারে নেট লাভ দাঁড়িয়েছে ৯৫১৬ কোটি টাকা ৷ যা ডিজিটাল সার্ভিসের কোয়ার্টারলি সেগমেন্টে ১৭.৪ শতাংশ ৷

শিঘ্রই ফাইবার ব্রডব্যান্ড নিয়ে আসছে জিও। দেশ জুড়ে ১১০০ টি শহরে শুরু হবে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা। তার ঠিক আগে জিওর ডেন নেটওয়ার্ক ও হ্যাথওয়ে কেবেলের বিশাল অংশ কিনে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

জিও আসার আগে ২০১৬ সালে ভারতে যে সব মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার দাপট ছিল, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল ভারতী এয়ারটেল। এ দেশে মোট গ্রাহকের ২৪.৮ শতাংশ ছিল ভারতী এয়ারটেলের। তার পরেই ছিল ভোডাফোন ইন্ডিয়া। যার গ্রাহক ছিল দেশে মোট গ্রাহকের ১৯.১ শতাংশ। তার পরেই ছিল আইডিয়া, ১৭ শতাংশ। বিএসএনএল এবং এয়ারসেলের গ্রাহক ছিল যথাক্রমে ৯.৩ এবং ৮.৬ শতাংশ।

Best Mobiles in India

Read more about:
English summary
With a total of 252.3 million subscribers, Reliance Jio has become the third largest telecom operator in India, after Bharti Airtel and Vodafone-Idea.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X