এবার 100 Mbps স্পিড পাবেন Jio কানেকশানে

|

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতে 4G সার্ভিস লঞ্চ করে এই দেশের টেলিকম ইতিহাসকে বদলে দিয়েছিল রিলায়েন্স জিও। কয়েক সপ্তাহের মধ্যেই কয়েক কোটি গ্রাহক পেয়ে গিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানির। আর এই কাজ করতে তারা সফল হয়েছিল আক্রমনাত্মক দাম রেখে। আর এই পথে হেঁটে এবার ভারতে ব্রডব্যান্ড সার্ভিসের ইতিহাস বদলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে জিও।

এবার 100 Mbps স্পিড পাবেন Jio কানেকশানে

এর মধ্যেই জিওর ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ নিয়ে একাধিক রিপোর্ট দেখা দিয়েছে দেশজুড়ে। যদিও কোম্পানির তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে এই বছরের শেষের গোটা দেশ জুড়ে লঞ্চ হবে জিওর ব্রডব্যান্ড সার্ভিস। তবে এই সার্ভিসে গ্রাহকদের কত খরচ হবে তা জানানো হয়নি এই রিপোর্টে।

এক সূত্র মারফৎ জানা গিয়েছে ফাইবাই টু হোম সার্ভসের অধীনে বাড়ি পর্যন্ত অপ্টিকাল ফাইবার কানেকশান দেবে জিও। আর এর সাথেই থাকবে একটি ল্যান্ড ফোন। VoIP টেকনোলজি দিয়ে এই ফোনের মাধ্যমে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল করা যাবে। এর সাথেই জিও ফাইবারের গ্রাহকরা বিনামূল্যে JioTV দেখতে পারবেন। VoIP কলিং এর জন্য ইতিমধ্যেই সরকারি ছাড়পত্র পেয়ে গিয়েছে মুম্বাইয়ের এই কোম্পানিটি। প্রসঙ্গত VoIP বা ভয়েস ওভের ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে গ্রাহকরা সাধারন টেলিফোন নেটওয়ার্ক ব্যাবহার না করে ইন্টারনেটের মাধ্যমে ফোন কল করতে পারবেন।

সংবাদপত্র মিন্টে এক রিপোর্টে জানানো হয়েছে এই সার্ভিসের জন্য গ্রাহকদের মাসে ১০০০ টাকার কম খর হবে। এই টাকায় যোগ আছে 100 Mbps ইন্টারনেট, আনলিমিটেড VoIP কলিং ও JioTV অ্যাকসেস।

Instagram স্টোরিকে সাজানোর ৫টি সহজ টোটকাInstagram স্টোরিকে সাজানোর ৫টি সহজ টোটকা

প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতের কয়েকটি শহরে ফাইবার কানেকশান লঞ্চ করেছে প্রতিযোগী এয়ারটেল। 300 Mbps এই কানেকশানে গ্রাহকদের প্রি মাসে খরচ হচ্ছে ২৯৯০ টাকা। এর বিনিময়ে গ্রাহকরা প্রতি মাসে পেয়ে যান 1200 GB ডাটা। এর সাথেই এয়ারটেল বিনামূল্যে দিচ্ছে উইঙ্ক ও এয়ারটেল টিভি সাবস্ক্রিপশান।

এছাড়াও 100 Mbps স্পীডে এয়ারটেলের ফাইবার ব্রডব্যান্ড ব্যাবহারে খরচ হবে প্রতি মাসে ১০৯৯ টাকা। এই প্ল্যানের সাথে গ্রাহক বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবক্রিপশান পেয়ে যাবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio is planning to foray into the wired broadband segment by the end of this year.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X