এবার টেলিকম জগতে হাড্ডাহাড্ডি লড়াই জিও ও এয়ারটেলের, জানুন কীভাবে?

By Gizbot Bureau
|

ভারতে ৪জি কভারেজে এক নম্বর স্থানে রয়েছে জিও। অন্যদিকে গোটা দেশে গড় ৪জি স্পিডে এক নম্বরে এয়ারটেল। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে বিশ্বের এক নম্বর ইন্টারনেট স্পিড টেস্ট কম্পানি ওকলা। ওকলা জানিয়েছে 11.23 Mbps স্পিডে ভারতে এক নম্বর স্থানে রয়েছে এয়ারটেল। ৪জি স্পিডে দুই নম্বরে রয়েছে ভোডাফোন। ভোডাফোন নেটওয়ার্কের গড় স্পিড 9.13 Mbps। দেশে গড় ইন্টারনেট স্পিড এ তিন নম্বরে রয়েছে মুকেশের জিও। জিওর গড় স্পিড 7.11 Mbps। 7.04 Mbps গড় ৪জি স্পিড নিয়ে ভারতে চার নম্বরে রয়েছে আইডিয়া।

এবার টেলিকম জগতে হাড্ডাহাড্ডি লড়াই জিও ও এয়ারটেলের, জানুন কীভাবে?

2018 সালের দ্বিতীয়ার্ধে (জুলাই থেকে ডিসেম্বর) পাওয়া তথ্য অনুযায়ী এই রিপোর্ট প্রকাশ করেছে ওকলা। আপলোড ও ডাউনলোড স্পিডে গড় করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 2018 সালের অগাস্ট মাসে ভোডাফোন ও আইডিয়া কোম্পানি দুটি এক হয়ে গেলেও ওকলার প্রকাশ করা রিপোর্টে এই দুই নেটওয়ার্কের স্পিড আলাদাভাবে জানানো হয়েছে।

2018 সালের দ্বিতীয়ার্ধে গোটা দেশে ৫৯৫০৩৪ টি ডিভাইসে ২৫০১৩৮৮৫৩ টি সিম্পল এর উপর নির্ভর করে এই তথ্য প্রকাশ করেছে ওকলা। টেস্টিং এর সময় যে সব গ্রাহক ৪জি নেটওয়ার্ক ব্যবহার করেছেন সেই তথ্যের উপর নির্ভর করে ৪জি কভারেজ এর তথ্য প্রকাশ করা হয়েছে একই রিপোর্টে।

তবে শুধু ইন্টারনেট স্পিড নয়, কোন নেটওয়ার্কের কভারেজ সব থেকে ভালো তাও জানানো হয়েছে এই রিপোর্টে। গোটা দেশে ১৫ টি শহরে ৯৯ শতাংশের বেশি এয়ারটেল গ্রাহক ৪জি ব্যবহার করেছে। ৪জি কভারেজে ৯৯ শতাংশের কম স্কোর করেছে শুধুমাত্র ভোডাফোন। কলকাতায় ৯৭.৯ শতাংশ ভোডাফোন গ্রাহক ৪জি নেটওয়ার্ক ব্যবহার করেছেন। হায়দ্রাবাদে এই সংখ্যাটি ৯৮.৮ শতাংশ। এছাড়াও দিল্লি, জয়পুর, বিশাখাপত্তনম ও ইন্দরে যথাক্রমে ৯৮.৩ শতাংশ, ৯৮.০ শতাংশ, ৯৭.৯ শতাংশ আর ৯৬.৬ শতাংশ ভোডাফোন গ্রাহক ৪জি নেটওয়ার্ক ব্যবহার করেছেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Ookla's latest research claims Airtel is the fastest 4G network in India. Reliance Jio takes the crown in terms of availability on a nationwide basis.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X