Just In
এবার ভিভোর সঙ্গে হাত মিলিয়ে কম দামে স্মার্টফোন আনছে জিও
বিগত কয়েক বছরে ভারতে ৪জি নেটওয়ার্কে বাজিমাত করেছে জিও। আরও বেশি গ্রাহককে নিজেদের নেটওয়ার্কে নিয়ে আসতে একাধিক ফিচার ফোন বাজারে এনেছিল মুকেশ আম্বানির কোম্পানি। জিওফোনের বিপুল সাফল্যের পর বাজারে এসেছিল জিওফোন ২। এই দুই ফিচার ফোনের বিপুল সাফল্য কোম্পানিকে অতিরিক্ত অক্সিজেন দিয়েছিল। সম্প্রতি এই বিপুল পরিমাণ ফিচার ফোন গ্রাহকদের স্মার্টফোন গ্রাহকে পরিবর্তন করার কথা ভাবছে জিও। এই জন্য কম দামে বাজারে আসতে চলেছে জিওর এক্সক্লিউসিভ স্মার্টফোন। চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে হাত মিলিয়ে এই ফোন বাজারে আসবে বলে খবর।

যদিও জিও এক্সক্লিউসিভ স্মার্টফোন সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি মুম্বাইয়ের কোম্পানিটি। তবে সাংবাদবাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই নতুন স্মার্টফোন তৈরির কাজ শুরু হয়েছে। শুধুমাত্র জিও সিম ব্যবহার করেই এই স্মার্টফোন ব্যবহার করা যাবে।
ভিভো ছাড়াও কার্বন, লাভার মতো কোম্পানিগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে জিও। এছাড়াও গুগলের সঙ্গে হাত মিলিয়ে জিও ফোন বাজারে আসার কথা আছে। এই সব স্মার্টফোন বাজারে এলে দেশে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার শুরু করবেন। ফলে বাড়বে গ্রাহকদের ডেটা ও অন্যান্য পরিষেবা ব্যবহারের প্রবণতা।
ইতিমধ্যেই আইটেলের সঙ্গে হাত মিলিয়ে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে স্মার্টফোন বিক্রির পরিকল্পনা করছে জিও।
তবে শুধুমাত্র জিও নয়, এয়ারটেলও কার্বন ও লাভার সঙ্গে হাত মিলিয়ে কম দামে গ্রাহকের হাতে ৪জি স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা করছে। কেরিয়ার সাবসিডির মাধ্যমে অনেকটা কম দামে গ্রাহকের হাতে স্মার্টফোন তুলে দেওয়া যাবে বলেই দাবি করেছে এয়ারটেল ও জিও।
এই স্মার্টফোনগুলি বাজারে এলে ভারতের টেলিকম বাজারে এক নতুন জোয়ার আসতে পারে। আরও বেশি মানুষের পকেটে স্মার্টফোন এলে গ্রাহকদের ডেটা ও অন্যান্য পরিষেবা ব্যবহারের প্রবণতাও বাড়বে বলে আশা বিশেষজ্ঞদের।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470