GigaFiber ব্রডব্যান্ড, JioPhone 2 সহ একাধিক প্রোডাক্ট ও অফার লঞ্চ করল Jio

কোম্পানির 41 তম বার্ষিক সাধারন সভায় লঞ্চ হল JioPhone 2 ও Jio GigaFiber। এছাড়াও গত বছর লঞ্চ হওয়া JioPhone এ বিশাল ছাড় দেওয়ার কথা ঘোষনা করল Jio।

By GizBot Bureau
|

কোম্পানির 41 তম বার্ষিক সাধারন সভায় লঞ্চ হল JioPhone 2 ও Jio GigaFiber। এছাড়াও গত বছর লঞ্চ হওয়া JioPhone এ বিশাল ছাড় দেওয়ার কথা ঘোষনা করল Jio। নতুন JioPhone এ এবার থেকে WhatsApp, YouTube অ্যাপগুলি চলবে। গুগল ও ফেসবুক শুধুমাত্র এই ফোনের জন্য আলাদা অ্যাপ ডেভেলপমেন্ট করেছে। আগামী 15 আগস্ট থেকে ভয়েস কমান্ডের সাথেই JioPhone এ এই অ্যাপগুলি চলবে।

GigaFiber ব্রডব্যান্ড, JioPhone 2 সহ একাধিক প্রোডাক্ট ও অফার লঞ্চ করল

এর সাথেই কোম্পানি JioPhone 2 লঞ্চ করেছে। ফিচার ফোনের হাই এন্ড মডেল এটি। JioPhone 2 তে QWERTY কি-প্যাড দেখা যাবে। এই ফোনে ব্ল্যাকবেরীর মতো হতাইজেন্টাল স্ক্রিন ব্যবহার হয়েছে। বাজারে একই সাথে JioPhone ও JioPhone 2 বিক্রি হবে। JioPhone 2 এর দাম ২,৯৯৯ টাকা। ১৫ আগস্টব থেকে সারা ভারতে JioPhone 2 কিনতে পাওয়া যাবে।

JioPhone 2 স্পেসিফিকেশান

JioPhone 2 তে রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে। এর সাথেই JioPhone 2 তে থাকছে QWERTY কি-প্যাড, ফোর ওয়ে নেভিগেশান কি, KAI OS। ডুয়াল সিম JioPhone 2 তে থাকবে 4G VoLTE, VoWi-Fi, Bluetooth, Wi-Fi

ও অন্যান্য সব কানেক্টিভিটির সুবিধা।

হাঙ্গামা অফার

পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে জিওফোন মনসুন হাঙ্গামা অফারে এবার গ্রাহকরা মাত্র ৫০১ টাকায় JioPhone কিনে নিতে পারবেন। ২১ জুলাই থেকে এই অফার শুরু হবে।

Jio GigaFiber ও GigaRouter

ভয়েস কমান্ডের সাথে নতুন GigaRouter লঞ্চের কথা ঘোষনা করেছে Jio। GigaRouter এ থাকছে ভয়েস কমান্ড ও 4K স্ট্রিমিং এর মতো ফিচার। এছাড়াও এই রাউটারে GigaTV কলিং ফিচার যোগ হয়েছে। GigaRouter দিয়ে 600 –র বেশি চ্যানেল, কয়েক কোটি গান ও আলট্রা HD ভিডিও 4K রেসলিউশানে স্ট্রিম করতে পারবেন।

এর সাথেই এই রাউটারে ভার্চুয়াল রিয়ালিটি ও জিও স্মার্ট হোম সাপোর্ট থাকবে। মাত্র এক ঘন্টায় কোম্পানির ইঞ্জিনিয়াররা জিও স্মার্ট হোম ইন্সটল করে দেবেন। স্মার্টহোমের মাধ্যমে টিভি ক্যামেরা, প্লাগ ডোরবেল ইত্যাদি কনট্রোল করা যাবে।

এর সাথেই সারা ভারতে ১,১০০ শহরে Jio GigaFiber ব্রডব্যান্ড কানেকশান দেবে জিও। এই কানেকশান 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। আগামী 15 আগস্ট থেকে Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
At the 41st Annual General Meeting, Reliance Jio announced that the JioPhone launched last year will get WhatsApp, Facebook and YouTube support. In addition to this, the company also announced the JioPhone 2 and Jio GigaFiber broadband service as well.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X