এবার 'মেড ইন ইন্ডিয়া'-র তকমা পেতে চলেছে জিও

|

এবছরের অন্যতম চর্চিত ফোন রিলায়েন্স জিওফোন। মোবাইল জগতে যেমন দারুন সাড়া ফেলেছে এই ফোন তেমনি গ্রাহকদের মন জিতে নিয়েছে জিওফোন।

এবার 'মেড ইন ইন্ডিয়া'-র তকমা পেতে চলেছে জিও

খুব শিঘ্রই 'মেড ইন ইন্ডিয়া' তকমা পেতে চলেছে জিওফোন। এবার ভারতেই জিওফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইনফোকম। চীনা ভেন্ডার সঠিক সময়ে পর্যাপ্ত ফোন সাপ্লাই করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

প্রথম ব্যাচের ৬ মিলিয়াল জিওফোন তৈরী হয়েছিল চীনে। এবার দ্বিতীয় ব্যাচে আরও ১০ মিলিয়ান ফোন বিক্রির ঘোষনা করার পর চেন্নাইতে ফোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

স্মার্টফোনে বিপুল ছাড় দিচ্ছে Paytm Mallস্মার্টফোনে বিপুল ছাড় দিচ্ছে Paytm Mall

রিপোর্টে আরও বলা হয়েছে হয়তো ২০১৮ সালের মধ্যে ২০০ মিলিয়াল জিওফোন বক্রি করতে পারবে না জিও। পর্যাপ্ত ফোন চীন থেকে না আনতে পারার কারনেই তা হতে পারে বলে জানানো হয়েছে।

ফোন লঞ্চের সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন প্রতি সপ্তাহে ৫ মিলিয়ান ফোন বিক্রির টার্গেট নিয়েছে কোম্পানি। এবার তাই ভারতে ফোন তৈরী করে দেশবাশীর মন জয়ের পরিকল্পনা করেছে জিও।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance JioPhone is likely to be made in India soon as there are glitches at the Chinese facility.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X