আগামী সপ্তাহেই বাজারে আসছে জিওফোন নেক্সট, কী কী থাকছে?

By Gizbot Bureau
|

শীঘ্রই বাজারে আসছে জিওফোন নেক্সট। ৪ নভেম্বর 'বিশ্বর সবথেকে সস্তা স্মার্টফোন’ লঞ্চ করতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি। সেপ্টেম্বরে এই ফোন বাজারে আসার কথা থাকলেও পরে লঞ্চ পিছিয়ে দিয়েছিল জিও। বিশ্বব্যাপী স্মার্টফোন যন্ত্রাংশের ঘাটতির জন্যই এই ফোন লঞ্চ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল জিও। অবশেষে নতুন এই ফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ্যে নিয়ে এল মুম্বইয়ের কোম্পানিটি।

আগামী সপ্তাহেই বাজারে আসছে জিওফোন নেক্সট, কী কী থাকছে?

জিওফোন নেক্সট-এ চলবে প্রগতি ওএস

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে নতুন বাজেট স্মার্টফোনের প্রগতি ওএস চলবে। কোম্পানির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “বিশ্বমানের এই অপারেটিং সিস্টেম শুধুমাত্র ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।”

গুগলের সঙ্গে হাত মিলিয়ে প্রগতি ওএস তৈরি করেছে জিও

কোম্পানি জানিয়েছে, “জিও ও গুগলের সেরা মস্তিষ্কদের সমন্বয়ে এই অপারেটিং সিস্টেম আত্মপ্রকাশ করতে চলেছে। সকলের প্রগতির কথা বিবেচনা করেই ডিজাইন হয়েছে এই অপারেটিং সিস্টেম। খুব কম দামে এই ফোনে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে।”

ভারতে তৈরি স্মার্টফোন

কোম্পানি জানিয়েছে, “ভারতে তৈরি এই ফোন ভারতের জন্যই তৈরি।"

জিওফোন নেক্সট - প্রসেসর

জিওফোন নেক্সট ফোন ব্যবহার হচ্ছে কোয়ালকমের তৈরি প্রসেসর। এই ফোনে দুর্দান্ত পারফর্মেন্স ও ব্যাটারি ব্যাক আপের জন্য বিশেষ অপটিমাইজেশন ব্যবহার হয়েছে।

জিওফোন নেক্সট - ক্যামেরা

জিওফোন নেক্সট-এর পিছনে থাকছে একটি ক্যামেরা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ক্যামেরা অ্যাপে রয়েছে বিভিন্ন মোড। কম আলোতে ছবি তোলার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে। বিভিন্ন অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার সহ এই ফোনের ক্যামেরা অ্যাপ ব্যবহার করা যাবে।

জিওফোন নেক্সট – ডিসপ্লে

জিওফোনে নেক্সট ফোনে থাকবে ৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ।

জিওফোন নেক্সট – অ্যাপ সাপোর্ট

জিওর নতুন বাজেট স্মার্টফোন গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও থাকছে গুগল প্লে প্রোটেক্টের সুরক্ষা।

জিওফোন নেক্সট – সফটওয়্যার আপডেট

এই ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট পাঠাবে গুগল। এই জন্য গুগলের সঙ্গে হাত মিলিয়েছে জিও। এছাড়াও গ্রাহকরা পাবেন সিকিউরিটি আপডেট।

জিওফোন নেক্সট – ভয়েস অ্যাসিস্ট্যান্ট

জিওফোন নেক্সট-এ থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কণ্ঠস্বরের মাধ্যমেই ফোনের বিভিন্ন কাজ করে নেওয়া যাবে।

জিওফোন নেক্সট – ট্রান্সলেশন

এই ফোনে রয়েছে বিশেষ ট্রান্সলেট ফিচার। এই ফিচার ব্যবহার করে স্ক্রিনের যে কোন লেখা অনুবাদ করে নেওয়া সম্ভব হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance JioPhone Next New Details: Everything You Need To Know

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X