শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট

By Gizbot Bureau
|

আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে কোন চেষ্টার ত্রুটি রাখছেন না মুকেশ আম্বানি। ২০২০ সালে শুরু হয়েছিল রিলায়েন্সের অনলাইন শপিং অ্যাপ জিওমার্ট। মূলত মুদি বাজারের জন্য এই অ্যাপ নিয়ে এসেছে কোম্পানি। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে জিওমার্ট যোগ হতে পারে। এইভাবে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যাবে রিলায়েন্সের অনলাইন রিটেল প্ল্যাটফর্ম। গত বছরেই জিও-র অংশীদারিত্ব কিনেছিল মার্ক জাকারবার্গের ফেসবুক। সম্প্রতি প্রকাশিত খবর সত্যি হলে শীঘ্রই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা শুরু করতে চলেছে এই দুই কোম্পানি।

শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট

সম্প্রতি মিন্ট-এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ভারতে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরেই জিওমার্ট যোগ হতে পারে। এইভাবে অন্যান্য জনপ্রিয় ই-কমার্স কোম্পানিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মুকেশ আম্বানির কোম্পানি। অনেক দিন ধরেই ভারতের রিটেল বাজারের বড় অংশের দখল নিতে চাইছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। ইতিমধ্যেই দেশের সর্ববৃহৎ অফলাইন চেনের দখল রেখেছে রিলায়েন্স। কোম্পানির লক্ষ্য এবার দেশের অনলাইন বাজারে থাবা বসানো।

জিওমার্টের মাধ্যমে ভারতের অনলাইন বাজারের রিটেল মডেলকে ঢেলে সাজাতে চাইছে মুকেশ আম্বানি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় অফলাইন স্টোর থেকেই অনলাইনে অর্ডার করা যাবে। এমনকি সুপার মার্কেট, হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি মার্কেট থেকেও অনলাইন শপিং করা যাবে। কনসিউমার ইলেকট্রনিক্স বিভাগে রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল এক্সপ্রেস মিনি স্টোর, জিও স্টোর থেকে অনলাইনে অর্ডার করা যাবে। অন্যদিকে ফ্যাশন বিভাগে রিলায়েন্স ট্রেন্ডস ট্রেন্ডস ওম্যান, ট্রেন্ডস ম্যান, ট্রেন্ডস জুনিয়র প্রোজেক্ট ইভ থেকে অর্ডার করতে পারবেন। এছাড়াও থাকছে আজিও ডট কম ও পার্টনার ব্র্যান্ডের বিভিন্ন স্টোর।

২০২০ সালের এপ্রিলে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে জিওর ৯.৯ শতাংশ অংশীদারিত্ব কিনেছিল ফেসবুক। গত বছর মে মাসেই দেশে ২০০ টি ছোট ও বড় সহরে জিওমার্ট পরিষেবা শুরু হয়েছিল।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Plans To Integrate JioMart With WhatsApp

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X