উইন্ডোজ ১০-এ ফটোস থেকে পার্সোনাল ইনফো রিমুভ করবেন কীভাবে

ফটো তোলার পর তাতে থেকে যাওয়া তথ্য ডিলিট করার হদিশ

By Sabyasachi Chakraborty
|

মোবাইল ক্যামেরা থেকে যখনই আপনি ছবি তুলবেন, তখনই কিছু তথ্য ডেটা আকারে সেভ হয়ে যায়। এই যেমন লোকেশন, টাইম, ডেট ইত্যাদি। ক্যামেরা সেটিংসও সেভ হয়ে যায় সেই ইমেজের সঙ্গেই। এই ধরনের ইনফরমেশনকে বলা হয় EXIF (Exchangeable Image File Format) meta-data।

 
উইন্ডোজ ১০-এ ফটোস থেকে পার্সোনাল ইনফো রিমুভ করবেন কীভাবে

এই তথ্য স্টোরেজের বিষয়টি নির্ভ করে, ক্যামেরা জিপিএস লোকেশন, ডেট-টাইম, ফোনের মডেল, অ্যাপারচার, আইএসও স্পিড এবং ফোকাল লেন্থের ওপর। একজন ফটোগ্রাফারের ক্ষেত্রে অবশ্যই এটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা নেহাতই ব্যক্তিগত ইনফো। তাই আপনার ফটো থেকে এই ইএক্সআইএফ কীভাবে রিমুভ হবে, সেই রইল সেই সংক্রান্ত কিছু তথ্য।
উইন্ডোজ ১০-এ ফটোস থেকে পার্সোনাল ইনফো রিমুভ করবেন কীভাবে

১ নং ধাপ- নির্দিষ্ট ফাইলে রাইট ক্লিক করুন

২ নং ধাপ- ক্লিক করুন 'Details'-এ

৩ নং ধাপ-
এখানেই নির্দিষ্ট ফাইলের ইএক্সআইএফ মেটাডেটা মিলবে। ওপরে Remove Properties and Personal Information লিঙ্কটিতে ক্লিক করুন।

 
উইন্ডোজ ১০-এ ফটোস থেকে পার্সোনাল ইনফো রিমুভ করবেন কীভাবে

৪ নং ধাপ-
এই ফাইল অপশন থেকে এখন আপনাকে Remove the following properties সিলেক্ট করতে হবে

৫ নং ধাপ-
খুঁজে পাওয়ার পর প্রপার্টিজের প্রত্যেকটা বক্স চেক করে করে ইচ্ছেমতো রিমুভ করতে থাকুন। না হলে সিলেক্ট অল-এর অপশন তো রয়েইছে।

৬ নং ধাপ- EXIF মেটাডেটার সিলেক্টেড ইনফর্মেশনে রিমুভে ক্লিক করুন। কাজ শেষ

অক্টোবরের চার তারিখ লঞ্চ করছে গুগল পিক্সেলবুক, গুগল হোম মিনি সহ আরও অনেক প্রোডাক্টঅক্টোবরের চার তারিখ লঞ্চ করছে গুগল পিক্সেলবুক, গুগল হোম মিনি সহ আরও অনেক প্রোডাক্ট

Best Mobiles in India

Read more about:
English summary
Whenever you take pictures from your camera some information including the location where the picture was shot, date and time re saved along with the image. So in this article, we will show you how to remove the EXIF from your photo.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X