শীঘ্রই মানুষের পরিবর্তে আপনার রক্ত পরীক্ষা করতে পারে রোবট

By Gizbot Bureau
|

রক্ত দিতে গিয়ে হয়রানির দিন হয়তো শেষ হতে চলেছে। অনেকেই ল্যাবে গিয়ে রক্ত পরীক্ষার সময় রক্ত দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। অনেক সময় একাধিকবার ছুঁচ ফুটিয়েও রক্ত পাওয়া যায় না। আবার কখনও থ্রম্বোসিসে ভুগতে হয়। এই সব সমস্যার সমাধান শীঘ্রই হাজির হচ্ছে এক রোবট।

শীঘ্রই মানুষের পরিবর্তে আপনার রক্ত পরীক্ষা করতে পারে রোবট

জানুয়ারিতে কনসিউমার ইলেকট্রনিক শো তে বিভিন্ন কাজে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি সামনে এসেছিল। সেখানে রুগীদের জন্য রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন নতুন প্রযুক্তি সামনে এসেছিল।

ইতিমধ্যেই বিজ্ঞানীরা এমন রোবট বানিয়ে ফেলেছেন যা মানুষের দেহ থেকে রক্ত সংগ্রহ করতে পারবে। মাউন্ট সিনাই হাসপাতাল ও রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন রোবট বানিয়ে ফেলেছেন যা মানুষের চামড়ার নীচে দেখতে পাবে। এর ফলে সংক্রমণ ও থ্রম্বোসিসের সমস্যা থেকে রেহাই মিলবে।

এই মেশিনের আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে মানবদেহে কোথায় ছুঁচ ফোটানো হবে তা নির্ধারিত হবে। ৯৭ শতাংশ সহয় এই মেশিন মানব দেহে সঠিক জায়গায় ছুঁচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করতে পেরেছে।

এখনো প্রাথমিক স্তরে রয়েছে এই ডিভাইস। বিজ্ঞানীরা এখনও এই মেশিনে অনেক উন্নতি করতে পারবেন। ইমার্জেন্সি রুম ও অন্যান্য জায়গায় আরও নিখুঁতভাবে রক নেওয়ার সুযোগ রয়েছে এই রোবটের।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১৪০ কোটি বার মানুষের শরীর ছুঁচ ফুটিয়ে রক্ত সংগ্রহ করা হয়। গবেষণা জানাচ্ছে এর মধ্যে ২৭ শতাংশ সহয় সঠিক স্থানে ছুঁচ ফোটাতে ব্যর্থ হন স্বাস্থ্য কর্মীরা।

নতুন এই মেশিন ব্যবহার করে সুরক্ষিত ভাবে রক্ত সংগ্রহ করা যাবে। এর ফলে জলদি কম সংখ্যায় ছুঁচ ফুটিয়ে রুগীর শরীর থেকে রক্ত সংগ্রহ করা যাবে।

শিরার মধ্যে ছুঁচ ফুটিয়ে রক্ত সংগ্রহের প্রক্রিয়াকে ভেনিপাংচার বলা হয়। এই প্রক্রিয়া অবলম্বন করেই নতুন এই রোবট মানব দেহ থেকে রক্ত সংগ্রহ করবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Robots To Accurately Sample Blood; Does It Mean Job Loss For Humans?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X