আরও সস্তা হল শাওমির এই স্মার্টফোনটি

|

পাকাপাকিভাবে দাম কমলো Xiaomi Mi Mix 2 এর। গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল কোম্পানির এই বেজেল লেস ফোনটি। একটি মাত্র ভেরিয়েন্টে গত অক্টোবরে Xiaomi Mi Mix 2 লঞ্চ হয়েছিল ৩৫,৯৯৯ টাকায়। এবার দাম কমে এই ফোনের দাম হল ২৯,৯৯৯ টাকা। আপাতত ৩০০০ টাকা দাম করেছে এই ফোনের। প্রসঙ্গত কোন অফার নয়, পাকাপাকিভাবে দাম কমেছে এই চাইনিজ ব্র্যান্ডের ফোনটির।

আরও সস্তা হল শাওমির এই স্মার্টফোনটি

এই বছর জানুয়ারীতে প্রথম ৩০০০ টাকা দাম কমেছিল এই ফোনটির। তখন দাম কমে হয়েছিল ৩২,৯৯৯ টাকা। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও ৩০০০ টাকা দাম কমালো শাওমি। অনেকে অনে করছেন নতুন Xiaomi Mi Mix 2S লঞ্চ করার আগে এই ফোনের দাম কমিয়েছে শাওমি।

প্রসঙ্গত ডুয়াল সিম Xiaomi Mi Mix 2 এ রয়েছে ৫.৯৯ ইঞ্চি ফুলস্ক্রিন ফুলএইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসার সাথে রয়েছে 6GB RAM। সাথে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে ৪ অ্যাক্সিস অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 128GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যায় এই ফোনটি। এই ফোনের ভিতরে রয়েছে 3400 mAh ব্যাটারি।

এই ব্যাটারির মাধ্যমে সহজেই এক দিন ব্যাক আপ পাওয়া যায় এই ফোনে। কানেক্টিভিটির জন্য Mi Mix 2 তে রয়েছে 4G, VoLTE, dual-band Wi-Fi 802.11c, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ব্যারোমিটার, ডিজিটাল, কম্পাস, জাইরোস্কোপ ও আলট্রাসাউন্ড প্রক্সিমিটি সেন্সার। Mi Mix 2 এর ওজন ১৮৫ গ্রাম। mi.com, Mi Home ও ফ্লিপকার্ট থেকে কিনতে মারবেন শাওমির বেজেল লেস এই ফোন।

জিওকে টক্কর দিতে নতুন প্রিপেড প্ল্যান আনল বিএসএনএলজিওকে টক্কর দিতে নতুন প্রিপেড প্ল্যান আনল বিএসএনএল

Best Mobiles in India

Read more about:
English summary
The new price represents a price cut of an additional Rs. 3,000, making it significantly cheaper than its primary competitors at that price point. The Chinese mobile maker made the announcement on one of its forums.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X