স্যামসাং গ্যালাক্সি A(2017) সিরিজের নতুন ফোন, এবার সেলফি তুলুন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়...

By Madhuraka Dasgupta
|

সুযোগ পেলেই স্মার্টফোনে সেলফি তোলেন আপনি? আর সেই ছবি দেখে নিজের অজান্তেই দীর্ঘনিঃশ্বাস ফেলে বলে ওঠেন, " ইস! ফোনের ফ্রন্ট ক্যামেরা যদি আরও একটু ভাল হত, তাহলে সেলফিগুলিও না জানি আরও কত ভালো উঠত..."। জানিয়ে রাখি আপনার সেই দুঃখ এবার ঘুচতে চলেছে। কারণ আপনাদের মতো
সেলফিপ্রেমীদের জন্য এবার স্যামসাং নিয়ে আসছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি A(2017) সিরিজের নতুন ফোন, এবার সেলফি তুলুন 16

নানা জল্পনা এবং পরিকল্পনার পর অবশেষে গ্যালাক্সি A(2017) সিরিজের স্মার্টফোন বাজারে নিয়ে এল স্যামসাং কর্তৃপক্ষ। এই গ্যালাক্সি A(2017) সিরিজে 3টি ফোন বাজারে আনার কথা ঘোষণা করা হয়েছে স্যামসংয়ের পক্ষ থেকে। গ্যালাক্সি A3(2017), গ্যালাক্সি A5(2017) এবং গ্যালাক্সি A7(2017), যার প্রধান USP হল IP68 জল এবং ধুলো থেকে রক্ষার ক্ষমতা এবং এরমধ্যে দুটি ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি A5(2017) এবং গ্যালাক্সি A7(2017) স্মার্টফোনের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এই 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। অন্যদিকে গ্যালাক্সি A3(2017) ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং স্ন্যাপার। এছাড়া এই ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য হল 4.7 ইঞ্চি 720p ডিসপ্লে, 1.6GHz অক্টা-কোর প্রসেসর, 2GB র‍্যাম এবং 16GB-র ইন্টারনাল স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি A(2017) সিরিজের নতুন ফোন, এবার সেলফি তুলুন 16

ভাবছেন কী? এখানেই শেষ নয়, এই ফোনের প্রাইমারি ক্যামেরা রেজোলিউশন হল 13 মেগাপিক্সেল এবং 2350mAh ব্যাটারি রয়েছে এই অ্যান্ড্রয়েড মার্শমেলো লেডেন ফোনে।

2016-র সেরা ক্যামেরা ফোনের তালিকা, রেজ্যুলিউশন 20 মেগাপিক্সেলের বেশি

এবার আসা যাক, গ্যালাক্সি A5(2017)-র কথায়। এই ফোনটিতে রয়েছে 5.2 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলো গ্যালাক্সি A3(2017)-র মতোই, শুধু এই ফোনের ক্লক স্পিড একটু বেশি, 1.9GHz। এছাড়াও এই ফোনে রয়েছে 3GB র‍্যাম এবং 32GB-র ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ডের সুবিধা। এছাড়াও এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3000mAh ব্যাটারি, যাতে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। আর তারসঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো।

গ্যালাক্সি A(2017) সিরিজের ফোনগুলির মধ্যে সবথেকে বেশি বৈশিষ্ট্যসম্পন্ন ফোন হল গ্যালাক্সি A7(2017)। এই স্মার্টফোনে রয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে এবং 3600mAh ব্যাটারি। এছাড়া ফোনের বাকি ফিচার্সগুলি গ্যালাক্সি A5(2017)-র মতোই। এই স্মার্টফোনটির ডিসপ্লে হল সুপার অ্যামোলেড প্যানেল।

এতক্ষণ ধরে এই তিনটি ফোনের নানারকম বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানালাম। এবার আসা যাক ফোনগুলির দামের কথায়। গ্যালাক্সি A3(2017) ফোনটি কিনতে আপনার খরচ হবে 329 ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 23,500 টাকা। গ্যালাক্সি A5(2017) ফোনটি কিনতে আপনার পকেট থেকে খসবে 429 ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 30,500 টাকা। তবে গ্যালাক্সি A7(2017) ফোনটির দাম কত হবে তা এখনই জানা যাচ্ছেনা।

কারণ এখনও পর্যন্ত এই ফোনটির দাম কত তা স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়নি। নিত্যদিন বিভিন্ন পোজ়ে সেলফি তোলা যাঁদের হবি, তাঁদের জন্য স্যামসাংয়ের এই নয়া সিরিজের 3টি ফোন যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন কোম্পানির কর্তারা।

Best Mobiles in India

English summary
After several rumors and leaks, the Samsung Galaxy A series of smartphones goes official. Read on...

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X