লঞ্চের আগেই তিনটি মিডরেঞ্জ স্যামসাং স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল ইন্টারনেটে

|

ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় বসছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের ইভেন্ট। এই ইভেন্টে বিশ্বের তাবড় কম্পানি গুলি নিজেদের স্মার্টফোনের ডালি নিয়ে হাজির হবে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি স্যামসাং। মোবাইল কংগ্রেস ইভেন্টে বাজারে আসবে কোম্পানির মিডরেঞ্জ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। লঞ্চের আগেই Galaxy A10, A30 আর A50 ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। জানা গিয়েছে বার্সেলোনায় লঞ্চ এর পরেই ভারতে আসতে চলেছে ফোন তিনটি।

লঞ্চের আগেই তিনটি মিডরেঞ্জ স্যামসাং স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়

টুইটার ঈশান আগরওয়াল নামে এক ব্যক্তি Galaxy A10, A30 আর A50 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ছবিতে এই তিনটি ফোন এর স্পেসিফিকেশন বিস্তারে দেখা গিয়েছে।

Galaxy A50 ফোনে থাকবে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর এক্সনোস ৯৬১০ চিপসেট 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। সাথে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি 4,000 mAh, সাথে থাকছে USB Type-C পোর্ট আর ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।

Galaxy A30 ফোনে থাকবে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর এক্সনোস ৭৯০৪ চিপসেট 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। সাথে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি 4,000 mAh, সাথে থাকছে USB Type-C পোর্ট আর ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।

Galaxy A10 ফোনে থাকবে একটি ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর এক্সনোস ৭৮৮৪ বি চিপসেট 3GB RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ১3 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি 4,000 mAh, সাথে থাকছে micro USB পোর্ট আর ৫ ওয়াট চার্জিং।

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10, A30 and A50 full specs and features leak out, may launch at MWC 2019

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X